গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আহত ২০ জনের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ। এছাড়াও অসহায় ও অস্বচ্ছল আরও ২০ জনকে চার লাখ চল্লিশ হাজার সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) বিকালে জেলা পরিষদ হলরুমে জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ৪০ জনের মধ্যে সর্বমোট ১০ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনে আহতদের মধ্যে জনপ্রতি ৩০ হাজার টাকা এবং অসহায় ও অস্বচ্ছল ব্যাক্তিদেরকে ২২ হাজার টাকা করে দেওয়া হয়। অনুদানের চেকগুলো বিতরণ করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক নাফিসা আরেফীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা পরিষদ সভার সদস্যবৃন্দ এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।