এইমাত্র
  • বাংলাদেশের ‘কড়া সমালোচনা’ করে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
  • মোস্তাফিজকে ছেড়ে দিলো চেন্নাই
  • হুমকি দিয়েই বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামাল আদানি
  • তিনি জানতেন না কাঁধে মায়ের লাশ
  • প্রতি বছর সিনেমা নিয়ে হাজির হবেন আফরান নিশো
  • সাফজয়ীদের ২০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রিকেট বোর্ড
  • গাজায় অল্পে জন্য রক্ষা পেলেন ইসরাইলি সেনাপ্রধান
  • জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা আগুন
  • হিজবুল্লাহর রকেট হামলায় ৫ ইসরাইলি নিহত
  • দাম কমলো ডিজেল ও কেরোসিনের
  • আজ শুক্রবার, ১৭ কার্তিক, ১৪৩১ | ১ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে নিহত ১

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৩ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৩ পিএম

    ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে নিহত ১

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৩ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কাইয়ুম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এতে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। নিহত কাইয়ুম মিয়া উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।

    বৃহস্পতিবার (৩১ নভেম্বর) দুপুরে উপজেলার মৌটুপী গ্রামের সরকার বাড়ি ও কর্তাবাড়ির লোকজনের মধ্য এই সংঘর্ষ হয়।

    সংঘর্ষে যারা আহত হয়েছেন তারা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এছাড়া ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌটুপী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ ৫৪ বছর ধরে সরকার বাড়ি ও কর্তাবাড়ির সমর্থকদের মধ্য কলোহ লেগে আছে। স্বাধীনতার পর থেকে দুই বংশের ঝগড়া ও শত্রুতা চলছে। যার কারণে কিছুদিন পর পর বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্য সংঘর্ষ হয়। এরই জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অন্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় কাইয়ুম নামে এক ব্যক্তি বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।

    কর্তাবাড়ির নেতা সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হক বলেন, আমি বাড়ি থাকি না। গত ঈদের পরদিন আমার বংশের নাদিমকে সরকার বাড়ির লোকজন হত্যা করে। দীর্ঘদিনের শত্রুতা রয়েছে তাদের সঙ্গে। এখন তারা নাদিম হত্যার মামলায় জামিন পেয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালাতে কদিন ধরে চেষ্টা করছিল। আজ আমাদের লোকজন বাড়িতে যাওয়ার পর তারা হামলা চালালে উভয়পক্ষে সংঘর্ষ হয়। শুনেছি সরকার বাড়ির একজন মারা গেছে। তবে আজকের ঘটনায় আমার বংশের অনেকেই আহত হয়েছেন।

    সরকার বাড়ির আব্দুল আলী,গফুর মিয়া,সেলিম মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে আজ কর্তাবাড়ির লোকজন বাড়িতে এসে আমাদের উপর হামলা চালায় এতে আমাদের কাইয়ুম মারা যান।

    বর্তমান ইউপি চেয়ারম্যান সরকার বাড়ির সাফায়েত উল্লাহ বলেন, গত ঈদের পরদিন সংঘর্ষে কর্তা বাড়ির নাদিম নিহত হলে তাদের বংশীয় লোকজন আমার বংশের শতাধিক বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করে। খুনের ঘটনায় আমাদের লোকজন পলাতক ছিল দেড়মাস। এখন তারা জামিনে এলেও বাড়িতে উঠতে বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে ইকবাল নামে একজন মারা যায়। আজ কর্তাবাড়ির লোকজন বাড়িতে দ্বিতীয় বারের মত আমার বাড়ির লোকজনের হামলা চালায় এতে কাইয়ুম নামে একজন নিহত হয়।

    ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বুলবুল আহমেদ বলেন,সংঘর্ষে যারা আহত হয়েছে হাসপাতালে চিকিৎসা নেন। এছাড়া ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শোনেছি একজন মারা গিয়াছে। আহতরা আরো অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসতেছেন।

    এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। মৌটুপি গ্রামের দুটি বংশের বিবাদ দীর্ঘদিনের। তাদের এসব ঘটনায় একাধিক মামলা চলমান রয়েছে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…