এইমাত্র
  • বাংলাদেশের ‘কড়া সমালোচনা’ করে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট
  • মোস্তাফিজকে ছেড়ে দিলো চেন্নাই
  • হুমকি দিয়েই বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামাল আদানি
  • তিনি জানতেন না কাঁধে মায়ের লাশ
  • প্রতি বছর সিনেমা নিয়ে হাজির হবেন আফরান নিশো
  • সাফজয়ীদের ২০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রিকেট বোর্ড
  • গাজায় অল্পে জন্য রক্ষা পেলেন ইসরাইলি সেনাপ্রধান
  • জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা আগুন
  • হিজবুল্লাহর রকেট হামলায় ৫ ইসরাইলি নিহত
  • দাম কমলো ডিজেল ও কেরোসিনের
  • আজ শুক্রবার, ১৭ কার্তিক, ১৪৩১ | ১ নভেম্বর, ২০২৪
    খেলা

    মোস্তাফিজকে ছেড়ে দিলো চেন্নাই

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:৪৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:৪৯ পিএম

    মোস্তাফিজকে ছেড়ে দিলো চেন্নাই

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১১:৪৯ পিএম

    ১০ দল নিয়ে অনুষ্ঠেয় ২০২৫ সালের আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে পারে আগামী নভেম্বরের শেষের দিকে। তার আগে আজ ৩১ অক্টোবর ছিল খেলোয়াড় ধরে রাখার শেষ দিন। ফ্র্যাঞ্চাইজিগুলো জানিয়ে দিয়েছে, তারা কোন কোন খেলোয়াড়কে ধরে রাখতে চায়, আর কোন খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে।

    ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। ২৩ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকান এই উইকেটকিপার ব্যাটারকে ধরে রাখছে তার দল। তার পেছনেই আছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। তারা দুজনই পাচ্ছেন ২১ কোটি রুপি করে।

    অন্যদিকে, রিশাভ পন্ত, লোকেশ রাহুল, কলকাতা নাইট রাইডার্সের শিরোপজয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারের মতো বড় বড় তারকাকে ধরে রাখেনি তাদের দল। সামনে আইপিএলে ভিন্ন দলে দেখা যেতে পারে তাদের। বিদেশিদের মধ্যে এমন বাস্তবতায় আছেন জস বাটলার ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকাও।

    সবচেয়ে কম, মাত্র দুজন খেলোয়াড়কে ধরে রেখেছে পাঞ্জাব কিংস। তাই খরচযোগ্য ১২০ কোটি রুপির মধ্যে তাদের রয়ে গেছে ১১০ কোটি ৫০ লক্ষ রুপি। তিনজন খেলোয়াড়কে ধরে রাখা বেঙ্গালুরুর আছে ৮৩ কোটি রুপি। দিল্লির হাতে নিলামে ক্রিকেটার কেনার জন্য এখনো আছে ৭৩ কোটি টাকা।

    মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রেখেছে ৫ ক্রিকেটারকে

    জাসপ্রিত বুমরাহ: ১৮ কোটি রুপি

    সূর্যকুমার যাদব: ১৬.৩৫ কোটি রুপি

    হার্দিক পান্ডিয়া: ১৬.৩৫ কোটি রুপি

    রোহিত শর্মা: ১৬.৩০ কোটি রুপি

    তিলক ভার্মা: ৮ কোটি রুপি

    টাকা আছে: ৫৫ কোটি রুপি (১২০ কোটির মধ্যে)

    যেসব ক্রিকেটারকে ধরে রাখেনি: ডিওয়াল্ড ব্রেভিস, ইশান কিশান, টিম ডেভিড, হারভিক দেশাই, অর্জুন টেন্ডুলকার, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, লুক উড, রোমারিও শেফার্ড, জেরাল্ড কোয়েটজি, শ্রেয়াস গোপাল, নুয়ান থুশারা, নামান ধীর, আনশুল কাম্বোজ, মোহাম্মদ নবী, শিবালিক শর্মা ও কোয়ানা মাফাকা।

    চেন্নাই সুপার কিংস ধরে রেখেছে ৫ ক্রিকেটারকে

    রুতুরাজ গায়কওয়াড়: ১৮ কোটি রুপি

    মাথিশা পাথিরানা: ১৩ কোটি রুপি

    শিভাম দুবে: ১২ কোটি রুপি

    রবীন্দ্র জাদেজা: ১৮ কোটি রুপি

    এমএস ধোনি: ৪ কোটি রুপি

    টাকা আছে: ৫৫ কোটি রুপি

    যেসব ক্রিকেটারকে ধরে রাখেনি: মোস্তাফিজুর রহমান, মঈন আলী, দীপক চাহার, তুষার দেশপান্ডে, রাজবর্ধন হাঙ্গারগেকর, অজয় ​​মন্ডল, মুকেশ চৌধুরী, অজিঙ্কা রাহানে, শাইক রশিদ, মিচেল স্যান্টনার, সিমারজিৎ সিং, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ থিকশানা, রশিদ থেক, রাচিন রবীন্দ্র, শার্দূল ঠাকুর, ড্যারিয়েল মিচেল, সামির রিজভী, রিচার্ড গ্লিসন, অবনীশ রাও অ্যারাভেলি ও ডেভন কনওয়ে।

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ ক্রিকেটারকে ধরে রেখেছে

    বিরাট কোহলি: ২১ কোটি রুপি

    রজত পতিদার: ১১ কোটি রুপি

    যশ দয়াল: ৫ কোটি রুপি

    টাকা বাকি: ৮৩ কোটি রুপি

    যেসব ক্রিকেটারকে ধরে রাখেনি: ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, সুয়াশ প্রভুদেসাই, উইল জ্যাকস, মহিপাল লামরোর, কর্ণ শর্মা, মনোজ ভান্দগে, মায়াঙ্ক ডাগার, বিজয়কুমার ভিশক, আকাশ দীপ, মুহম্মদ সিরাজ, রিস টপলি, হিমাংশু শর্মা, রাজন কুমার, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, টম কারেন, লকি ফার্গুসন, স্বপ্নিল সিং ও সৌরভ চৌহান।

    দিল্লি ক্যাপিটালস ৪ ক্রিকেটারকে ধরে রেখেছে

    অক্ষর প্যাটেল: ১৬.৫ কোটি রুপি

    কুলদীপ যাদব: ১৩.২৫ কোটি রুপি

    ট্রিস্টান স্টাবস: ১০ কোটি রুপি

    অভিষেক পোরেল: ৪ কোটি রুপি

    টাকা আছে: ৭৩ কোটি রুপি

    যেসব ক্রিকেটারকে ধরে রাখেনি: রিশাভ পান্ত, প্রভিন দুবে, ডেভিড ওয়ার্নার, ভিকি অস্টওয়াল, পৃথ্বী শ, অ্যানরিখ নোর্কিয়া, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ললিত যাদব, খলিল আহমেদ, ইশান্ত শর্মা, যশ ধুল, মুকেশ কুমার, রিকি ভুই, কুমার কুশাগরা, গুলবাদিন নাইব, রাসিখ দার, ঝাই রিচার্ডসন, সুমিত কুমার, শাই হোপ, স্বস্তিক চিকারা, লিজার্ড উইলিয়ামস, হ্যারি ব্রুক, লুঙ্গি এনগিডি ও মিচেল মার্শ।

    কলকাতা নাইট রাইডার্স ধরে রেখেছে ৬ ক্রিকেটারকে

    রিংকু সিং: ১৩ কোটি রুপি

    বরুণ চক্রবর্তী: ১২ কোটি রুপি

    সুনীল নারিন: ১২ কোটি রুপি

    আন্দ্রে রাসেল: ১২ কোটি রুপি

    হর্ষিত রানা: ৪ কোটি রুপি

    রমনদীপ সিং: ৪ কোটি রুপি

    টাকা আছে: ৫১ কোটি রুপি

    যেসব ক্রিকেটারকে ধরে রাখেনি: শ্রেয়াস আইয়ার, নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ফিল সল্ট, সুয়শ শর্মা, অনুকুল রায়, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব অরোরা, কেএস ভারত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক, আংক্রিশ রঘুবংশী, শেরফেন রাদারফোর্ড, মণীশ পান্ডে, আল্লাহ গজানফর, দুষ্মন্ত চামিরা, সাকিব হুসাইন, জেসন রায়, গুস অ্যাটকিনসন ও মুজিব উর রহমান।

    লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ধরে রেখেছে ৫ ক্রিকেটারকে

    নিকোলাস পুরান: ২১ কোটি রুপি

    রবি বিষ্ণোই: ১১ কোটি রুপি

    মায়াঙ্ক যাদব: ১১ কোটি রুপি

    মহসিন খান: ৪ কোটি রুপি

    আয়ুশ বাদোনি: ৪ কোটি রুপি

    টাকা আছে: ৬৯ কোটি রুপি

    ধরে রাখা হয়নি এমন খেলোয়াড়দের তালিকা: কেএল রাহুল, কুইন্টন ডি কক, কাইল মায়ার্স, মার্কাস স্টোইনিস, দীপক হুডা, দেবদত্ত পাডিকল, নাভিন-উল-হক, ক্রুনাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেরক মানকদ, যশ ঠাকুর, অমিত মিশ্র, শামার জোসেফ, কে. গৌথাম, আরশিন কুলকার্নি, এম. সিদ্ধার্থ, অ্যাশটন টার্নার, ম্যাট হেনরি, মো. আরশাদ খান, মার্ক উড, ডেভিড উইলি ও শিবম মাভি।

    সানরাইজার্স হায়দরাবাদ ৫ খেলোয়াড় ধরে রেখেছে

    প্যাট কামিন্স: ১৮ কোটি রুপি

    অভিষেক শর্মা: ১৪ কোটি রুপি

    নীতিশ রেড্ডি: ৬ কোটি রুপি

    হেনরিখ ক্লাসেন: ২৩ কোটি রুপি

    ট্র্যাভিস হেড: ১৪ কোটি রুপি

    টাকা আছে: ৪৫ কোটি রুপি

    যাদের ছেড়ে দেওয়া হয়েছে: আব্দুল সামাদ, এইডেন মার্করাম, মার্কো জানসেন, রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সানভির সিং, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, টি. নটরাজন, আনমোলপ্রীত সিং, মায়াঙ্ক মারকান্দে, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক , ফজলহক ফারুকী, শাহবাজ আহমেদ, বিজয়কান্ত ভিয়াস্কান্ত, জয়দেব উনাদকাট, আকাশ সিং, ঝাথাভেধ সুব্রমণ্যন ও ওয়ানিন্দু হাসরাঙ্গা।

    গুজরাট টাইটানস ৫ খেলোয়াড় ধরে রেখেছে

    রশিদ খান: ১৮ কোটি রুপি

    শুভমান গিল: ১৬.৫ কোটি রুপি

    সাই সুদর্শন: ৮.৫ কোটি রুপি

    রাহুল তেওয়াতিয়া: ৪ কোটি রুপি

    শাহরুখ খান: ৪ কোটি রুপি

    পার্স বাকি: ৬৯ কোটি রুপি

    ধরে রাখা হয়নি: ডেভিড মিলার, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, দর্শন নালকান্দে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, নুর আহমেদ, সাই কিশোর, জোশুয়া লিটল, মোহিত শর্মা, আজমাতুল্লা ওমরজাই, উমেশ যাদব, গুরনোর ব্রার, কার্তিক ত্যাগী, মানব সুথার, স্পেনসার জনসন, সন্দীপ ওয়ারিয়ার, বিআর শরৎ, মহম্মদ শামি, রবিন মিঞ্জ ও সুশান্ত মিশ্রকে।

    পাঞ্জাব কিংস ২ ক্রিকেটারকে ধরে রেখেছে

    শশাঙ্ক সিং: ৫.৫ কোটি রুপি

    প্রভসিমরন সিং: ৪ কোটি রুপি

    টাকা আছে: ১১০.৫ কোটি রুপি

    রাজস্থান রয়্যালস ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে

    সঞ্জু স্যামসন: ১৮ কোটি রুপি

    যশস্বী জয়সওয়াল: ১৮ কোটি রুপি

    রিয়ান পরাগ: ১৪ কোটি রুপি

    ধ্রুব জুরেল: ১৪ কোটি রুপি

    শিমরন হেটমায়ার: ১১ কোটি রুপি

    সন্দীপ শর্মা: ৪ কোটি রুপি

    টাকা আছে: ৪১ কোটি রুপি

    ধরে রাখেনি: জস বাটলার, ডোনোভান ফেরেইরা, কুনাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নভদীপ সাইনি, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, আভেশ খান, রোভম্যান পাওয়েল, শুভম দুবে, টম কোহলার-ক্যাডমোর, আবিদ মুশতাক, নান্দে বারগার, তনুশ কোটিয়ান, কেশব মহারাজ, প্রসিধ কৃষ্ণ ও অ্যাডাম জাম্পাকে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…