এইমাত্র
  • খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ নভেম্বর
  • মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বহাল রেখেই ঢাবির ভর্তি প্রক্রিয়া শুরু
  • রাজনৈতিক নেতৃত্বরাই দেশ পরিচালনা করবে, এটাই বাস্তবতা: সুলতান সালাউদ্দিন
  • নির্বাচন কমিশনকে জরুরি ৯ নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের
  • সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
  • মিসরে যাওয়ার ঘোষণা মেহজাবীন চৌধুরীর, সঙ্গী 'প্রিয় মালতী'
  • গুম কমিশনে জমা পড়েছে ১৬ শতাধিক অভিযোগ
  • পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল
  • মালদ্বীপের সমুদ্র সৈকতে ফের বিয়ে করলেন সানি লিওন
  • গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  • আজ মঙ্গলবার, ২১ কার্তিক, ১৪৩১ | ৫ নভেম্বর, ২০২৪
    জাতীয়

    এলপিজি গ্যাসের আবারও নতুন দাম নির্ধারণ আজ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১১:১৫ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১১:১৫ এএম

    এলপিজি গ্যাসের আবারও নতুন দাম নির্ধারণ আজ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ নভেম্বর ২০২৪, ১১:১৫ এএম

    এক মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে আজ। এই ঘোষণার মধ্যদিয়ে জানা যাবে নভেম্বর মাসে এলপিজির দাম বাড়ছে না কমছে। চলতি বছররের ১০ মাসে ৭বার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। আর ৩ মাস কমেছে।

    সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঘোষণা করা হবে।

    চলতি বছরের প্রথম তিন মাস গ্যাসের দাম বেড়েছিলো। এরপর এপ্রিল, মে ও জুন এই তিন মাসে গ্যাসের দাম কমেছিলো। এরপর থেকে টানা চার মাস আবারও গ্যাসের দাম বাড়ানো হয়।

    এর আগে, সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়। গত ২ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে ওই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম আগস্ট মাসের তুলনায় ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়। আর গত আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল যথাক্রমে ১১ টাকা ও ৩ টাকা। সেসময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় যথাক্রমে ১ হাজার ৩৭৭ টাকা ও ১ হাজার ৩৬৬ টাকা।

    গত জুন ও মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা ও ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল ভোক্তা পর্যায়ে কমানো হয়েছিল এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

    ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…