এইমাত্র
  • যে কারণে জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস
  • মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ অনুসন্ধানে নামছে দুদক
  • ‘জাতীয় কবি’র রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে
  • আওয়ামী দুঃশাসন নিয়ে সিনেমা বানিয়ে হুমকির মুখে তিশা
  • ভারতে বাংলাদেশীদের অনুপ্রবেশে সাহায্য করছে বিএসএফ: মমতা
  • বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি
  • খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সোমবার
  • নতুন বছরে বুঝেশুনে খেলতে চান অভিনেত্রী ফারিন খান
  • দেশে নব্য ফ্যাসিবাদ চেপে বসেছে: জি এম কা‌দের
  • আজ বৃহস্পতিবার, ১৯ পৌষ, ১৪৩১ | ২ জানুয়ারি, ২০২৫
    বিনোদন

    'পুষ্পা টু' সিনেমার আইটেম গানে নাচতে কত টাকা নিয়েছেন শ্রীলীলা?

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

    'পুষ্পা টু' সিনেমার আইটেম গানে নাচতে কত টাকা নিয়েছেন শ্রীলীলা?

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

    আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'পুষ্পা টু'। সুকুমার পরিচালিত এ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ আইটেম গান। সিনেমাটির দ্বিতীয় পার্টের গানে পারফর্ম করতে দেখা যাবে শ্রীলীলাকে। এরই মধ্যে গানটিতে তার লুক প্রকাশ্যে এসেছে। তারপর থেকে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন শ্রীলীলা। কিন্তু গানটি করতে কত টাকা নিয়েছেন এই অভিনেত্রী?

    সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, 'পুষ্পা টু' সিনেমার আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে শ্রীলীলাকে। গানটিতে অংশ নিতে ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন।

    'পুষ্পা: দ্য রাইজ' বা 'পুষ্পা' সিনেমায় প্রথমবারের মতো আইটেম গানে পারফর্ম করেন সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের ১০ ডিসেম্বর আইটেম গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। 'ও আন্তাভা, ও ও আন্তাভা' শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে এসেছিল। শুধু তাই নয়, সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। এতে পারফর্ম করার জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি রুপি।

    'পুষ্পা টু' সিনেমার দ্বিতীয় পার্টের আইটেম গানে পারফর্মের জন্য সামান্থাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা ফিরিয়ে দেন এ অভিনেত্রী। এরপর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে। এ তালিকায় রয়েছেন- মালাইকা আরোরা, কাজল আগরওয়াল, দিশা পাটানি, তৃপ্তি দিমরি, শ্রদ্ধা কাপুর, শ্রীলীলা। গত ৮ নভেম্বর ফাঁস হয় 'পুষ্পা টু' সিনেমার আইটেম গানের স্থিরচিত্র; তাতে শ্রীলীলাকে দেখা যায়। এর কয়েক দিন পর প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স নিশ্চিত করা হয়, আইটেম গানে দেখা যাবে শ্রীলীলাকে।

    প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টে জুটি বেঁধে অভিনয় করছেন আল্লু অর্জুন-রাশমিকা। 'পুষ্পা' সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। 'পুষ্পা টু' সিনেমায়ও একই চরিত্রে দেখা যাবে ফাহাদ ফাসিলকে। আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

    ২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে 'পেলি সানড়া ডি' সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…