এইমাত্র
  • নানা-নানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত নিহত আবদুল্লাহ, পেলেন গার্ড অব অনার
  • ১শ’ দিন পরও আহতদের সুচিকিৎসা দিতে না পারায় বিশৃঙ্খলা হয়েছে: উমামা ফাতেমা
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা সিটি কলেজ
  • গুমের বিরুদ্ধে আইন করতে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই: আইন উপদেষ্টা
  • আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা
  • ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
  • জুমা শেষে কাকরাইল ছাড়লেন সাদপন্থিরা
  • কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থিরা
  • বঙ্গবন্ধু বাদ দিয়ে নতুন নামে খুলেছে গাজীপুরের সাফারি পার্ক
  • জনগণের আকাশচুম্বী প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ: আইসিজি
  • আজ শুক্রবার, ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    জয়পুরহাট আদালতে আইন কর্মকর্তা হলেন যারা

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম
    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

    জয়পুরহাট আদালতে আইন কর্মকর্তা হলেন যারা

    মাহফুজ রহমান, জয়পুরহাট প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

    জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে নতুন সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), স্পেশাল পিপি (নারী ও শিশু), অতিরিক্ত ও সহকারী জিপি-পিপিদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় ৪১ জন আইনজীবীর নাম রয়েছে।

    গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত পত্র থেকে এসব তথ্য জানা গেছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

    প্রকাশিত তালিকায় সরকারি কৌঁসুলি হলেন ছালামত আলী প্রামানিক, অতিরিক্ত সরকারি কৌঁসুলি হেনা কবির। এছাড়াও সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে রয়েছেন ১৭ জন। এরা হলেন আব্দুল মোমিন, এ.এম.জি রব্বানী, আব্দুস ছালাম-২, তৈয়ব আলী মন্ডল, আ.ন.ম মাহফুজ আকতার, আশরাফ আলী, নাসিমুস সাকলাইন (টিটু), আব্দুল আউয়াল, মোকাররম হোসেন পিন্টু, হুমায়ন কবির দেওয়ান, আনিচুর রহমান, আব্দুল বারী মন্ডল, আমিনুর ইসলাম ছানা, আইয়ুব আলী, হারুনুর রশীদ, লুৎফর রহমান এবং মোকারম হোসেন।

    অপরদিকে, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন শাহানুর রহমান শাহীন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হয়েছেন রিনাত ফেরদৌস রিনি। এ ট্রাইব্যুনালে একজন সহকারী পাবলিক প্রসিকিউটর আরিফা আক্তার পলি। এ ট্রাইব্যুনালে চারজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে আহসান হাবিব চপল, এ.টি.এম মিজানুর রহমান, এ.টি.এম মুজাহিদ আজিজ মনা এবং মামুনুর রশীদ নাম রয়েছে।

    এছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে রয়েছেন ১৯ জন আইনজীবী। এরা হলেন নাজমুল ইসলাম জনি, হারুনুর রশিদ, আবু সুফিয়ান (পলাশ), নূর আলম মল্লিক, মফিজুল সরকার, বজলুর রহমান মন্ডল, নূর-ই-আলম সিদ্দিক, শহিদুল ইসলাম-৩, দেওয়ান নূর আলম, শাহিনুর রেজা বানু, চঞ্চল কুমার মহন্ত, খায়রুল আহসান জুয়েল, সামছুল হক-২, সোহেলী পারভীন, মুনছুর রহমান মন্ডল, রুহুল আমিন ফারুক, মোজাহেদ আলী দেওয়ান, শামসুল ইসলাম এবং আ ন ম মাহফুজ আকতার এলেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…