এইমাত্র
  • ১শ’ দিন পরও আহতদের সুচিকিৎসা দিতে না পারায় বিশৃঙ্খলা হয়েছে: উমামা ফাতেমা
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা সিটি কলেজ
  • গুমের বিরুদ্ধে আইন করতে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই: আইন উপদেষ্টা
  • আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা
  • ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
  • জুমা শেষে কাকরাইল ছাড়লেন সাদপন্থিরা
  • কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থিরা
  • বঙ্গবন্ধু বাদ দিয়ে নতুন নামে খুলেছে গাজীপুরের সাফারি পার্ক
  • জনগণের আকাশচুম্বী প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ: আইসিজি
  • একদফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে সাদ অনুসারীরা
  • আজ শুক্রবার, ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪
    আন্তর্জাতিক

    ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

    ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম
    ছবি: সংগৃহীত

    গাজায় গণহত্যা চালানো এবং সেখানে মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক ব্রিফিংয়ে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষ কমিটি ও হিউম্যান রাইটস ওয়াচের এসব অভিযোগের সঙ্গে দেশটি একমত নয়।

    আর হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় মানবতাবিরোধী অপরাধ করছে ইসরায়েল। আর জাতিসংঘের কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধপদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    জাতিসংঘের বিশেষ কমিটির প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গাজায় খাদ্যাভাব ও এর কারণে ঘটে যাওয়া মৃত্যুকে ইসরায়েল যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে।

    বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা মনে করি, এ ধরনের কথা ও অভিযোগ নিশ্চিতভাবে ভিত্তিহীন।’ হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সঙ্গেও দ্বিমত পোষণ করেন তিনি।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজার বাসিন্দাদের জোর করে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল, যা মানবতাবিরোধী অপরাধের শামিল।

    বেদান্ত আরও বলেন, ‘কোনো এলাকায় নির্দিষ্ট সামরিক অভিযানের সময় সেখানকার নাগরিকদের এলাকা খালি করতে বলা একেবারেই সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য। আমরা নির্দিষ্টভাবে বাধ্যতামূলক কোনো বাস্তুচ্যুতির ঘটনা দেখিনি।’

    সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…