এইমাত্র
  • গণভবনে টিউলিপের প্রচারপত্র, গয়না, সোনার প্রলেপযুক্ত কলমের মোড়কের সন্ধান
  • মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
  • শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
  • বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিবকে শোকজ
  • তীরে গিয়ে তরি ডুবল খুলনার, রংপুরের টানা ৭ জয়
  • ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুল আটক
  • হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন
  • ৩৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা
  • ফেব্রুয়ারিতে সব পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা
  • মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
  • আজ মঙ্গলবার, ১ মাঘ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫
    রাজনীতি

    ভারতের মিডিয়া মিথ্যাচারে লিপ্ত: রিজভী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

    ভারতের মিডিয়া মিথ্যাচারে লিপ্ত: রিজভী

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত রয়েছে। তিনি বলেন, "ভারত বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করতে ডাহা মিথ্যা প্রচারণায় ব্যস্ত।"

    সোমবার (৯ ডিসেম্বর) বিকালে মানিকগঞ্জের শিবালয়ে এক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ অভিযোগ করেন। অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন।

    রিজভী বলেন, “ভারতে অসংখ্য মুসলমান ও খ্রিস্টান নেতাকে গ্রেফতার করা হলেও বাংলাদেশ কখনো সেই বিষয়ে মাথা ঘামায়নি। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি রাষ্ট্রবিরোধী কাজের জন্য সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করায় ভারত তুলকালাম শুরু করেছে।”

    তিনি আরও বলেন, "ভারত পেঁয়াজ, রসুন, আদার রপ্তানি বন্ধ করে দিলে মনে করে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে। এটি তাদের ভুল ধারণা। বাংলাদেশ এর বিকল্প উৎস খুঁজে নিতে সক্ষম।"

    অনুষ্ঠানে রিজভী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের অবদানের কথা স্মরণ করেন। শহিদদের নামে স্থাপনা ও সড়কের নামকরণের দাবি জানিয়ে তিনি বলেন, “বিএনপি জনগণের দল। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে শহিদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে।”

    অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সত্যেনকান্ত পণ্ডিত ভজনের সঞ্চালনায় আয়োজনটি সম্পন্ন হয়।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। শহিদ রফিকুল ইসলাম, আফিকুল ইসলাম সাদ ও সায়াদ মাহমুদ খানের পরিবারসহ আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…