এইমাত্র
  • অপরাধী ধরতে কারও রক্তচক্ষুকে ভয় পাই না: ডিবি প্রধান
  • শেখ হাসিনা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে আরও দুই মামলা
  • এমপক্সের প্রাদুর্ভাব, সিয়েরা লিওনে জরুরি অবস্থা ঘোষণা
  • অবৈধ বিদেশিদের জন্য বাংলাদেশ সরকারের সতর্কবার্তা
  • ব্রাজিলে ভারী বৃষ্টির পর ভূমিধসে নিহত ১০
  • ১০ ট্রাক অস্ত্রের অন্য মামলাতেও খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর
  • ডাকাতির সময় ফাঁকা মাঠে নিয়ে গৃহবধুকে গণধর্ষণ, গ্রেফতার ৭
  • পররাষ্ট্রনীতি নিয়ে শেষ ভাষণে নিজেকে ‘সফল’ বলে দাবি করলেন বাইডেন
  • ঘুষ গ্রহণের সময় দুদকের হানা, আটক পাসপোর্ট অফিসের কর্মকর্তা
  • বৃহস্প‌তিবার লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৫৮ বাংলাদে‌শি
  • আজ মঙ্গলবার, ১ মাঘ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ফের বৃদ্ধি গণ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০৭ পিএম
    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০৭ পিএম

    ফের বৃদ্ধি গণ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:০৭ পিএম

    সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) চতুর্থ সমাবর্তন-২০২৪ এ অংশ নিতে নিবন্ধনের সময়সীমা তৃতীয় দফায় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে।

    সোমবার (১৩ জানুয়ারি) উপাচার্যের সভাকক্ষে সমাবর্তন কমিটির উপস্থিতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করে গবি প্রশাসন।

    এর আগে, গত বছরের মে মাসের ২ তারিখ থেকে সমাবর্তনের চূড়ান্ত তারিখ ঘোষণা ছাড়াই শুরু হয় গবির চতুর্থ সমাবর্তনের নিবন্ধন প্রক্রিয়া। এরপর অন্তত দুই দফায় ১ আগষ্ট পর্যন্ত নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সকল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসি পুনরায় সমাবর্তন আয়োজন প্রক্রিয়া সচল করলে গবির সমাবর্তনের চূড়ান্ত তারিখ ঘোষণা এবং নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করে প্রশাসন।

    প্রশাসনিক সূত্রে জানা যায়, আগামী ২৪ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ সমাবর্তনে অংশগ্রহণের জন্য এখন পর্যন্ত অন্তত নয় শতাধিক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছে। এ সমাবর্তনে স্নাতক/স্নাতকোত্তর, এমবিবিএস ও বিডিএসসহ প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গবির চতুর্থ সমাবর্তন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং সমাবর্তনের বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক ড. বিজন কুমার শীল। আমরা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করতে চাই। সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি।'

    এ সমাবর্তনে ২০১৪ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত পেশাগত এমবিবিএস এবং ২০১৭ সালের আগষ্ট থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত পেশাগত বিডিএস ডিগ্রিধারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও ২০২৪ সালের অক্টোবর সেশনের যে শিক্ষার্থীরা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে তারাও আবেদন করতে পারবেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…