এইমাত্র
  • অবৈধ বিদেশিদের জন্য বাংলাদেশ সরকারের সতর্কবার্তা
  • ব্রাজিলে ভারী বৃষ্টির পর ভূমিধসে নিহত ১০
  • ১০ ট্রাক অস্ত্রের অন্য মামলাতেও খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর
  • ডাকাতির সময় ফাঁকা মাঠে নিয়ে গৃহবধুকে গণধর্ষণ, গ্রেফতার ৭
  • পররাষ্ট্রনীতি নিয়ে শেষ ভাষণে নিজেকে ‘সফল’ বলে দাবি করলেন বাইডেন
  • ঘুষ গ্রহণের সময় দুদকের হানা, আটক পাসপোর্ট অফিসের কর্মকর্তা
  • বৃহস্প‌তিবার লেবানন থেকে দেশে ফিরবেন আরও ৫৮ বাংলাদে‌শি
  • দ্রুত নিয়োগ চান প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা
  • চকরিয়া পৌর বিএনপির ১১টি সাংগঠনিক ওয়ার্ড কমিটির অনুমোদন
  • হিলি স্থলবন্দরে বেড়েছে চাল আমদানি, কমছে দাম
  • আজ মঙ্গলবার, ১ মাঘ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫
    খেলা

    তীরে গিয়ে তরি ডুবল খুলনার, রংপুরের টানা ৭ জয়

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

    তীরে গিয়ে তরি ডুবল খুলনার, রংপুরের টানা ৭ জয়

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম

    শেষ ৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে মাত্র ২২ রান দরকার ছিল খুলনা টাইগার্সের। উইকেটে দুই সেট ব্যাটার আফিফ হোসাইন ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে এই সমীকরণও মেলাতে পারল না খুলনা। শেষ ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৬ উইকেট তুলে নেয় রংপুর। ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় খুলনাকে। আর টানা ৭ জয় তুলে ধরাছোঁয়ার বাইরে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রংপুর রাইডার্স।

    ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারের শেষে প্রথম উইকেট হারায় খুলনা। ১৫ বলে ১৭ রান করে আউট হন দারুউইশ রাসুলি। দ্বিতীয় উইকেটে ৬১ রান যোগ করেন মোহাম্মদ নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ। দলীয় ৯২ রানের মাথায় ব্যক্তিগত ৩৯ রান করে আউট হন মিরাজ। ২৪ বলের ইনিংসে ৩টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান এই অলরাউন্ডার।

    তৃতীয় ব্যাটার হিসেবে নাঈম যখন আউট হন তখন দলের রান ১৪ ওভার ৫ বলে ১৩৭। ৪১ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৫৮ রান করেন খুলনার এই ওপেনার। দারুণ শুরু করেও খুলনার হয়ে ম্যাচ শেষ করে ফিরতে পারেননি আফিফ হোসেন। ১৫ বলে ২৯ রান করে বিদায় নিতে হয় তাকে। তার বিদায়ের পরই খুলনার বিপর্যয়ের শুরু। স্পিনার মেহেদী হাসান ও দুই পেসার আকিফ জাভেদ আর মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখে খুলনার ব্যাটাররা। মাঠ ছাড়তে হয় হারের গ্লানি নিয়ে।

    এর আগে প্রথমে ব্যাট করে দুই পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদের ব্যাটিংয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ গড়ে রংপুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং বেছে নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। শুরুটা অবশ্য মোটেও ভালো করতে পারেনি রংপুর। অ্যালেক্স হেলসের অভাব দলটি ভালোভাবেই বুঝেছে। হেলসের পরিবর্তে সুযোগ পাওয়া স্টিভেন টেইলর আউট হয়েছে ১৩ রান করেই। ফর্মে থাকা সাইফও ১১ বলে ৭ রানের বেশি করতে পারেননি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান করে দলটি।

    ওপেনার তৌফিক খান তুষার ৩৬ রান করলেও খরচ করেন ৩০ বল। ১১তম ওভারের তৃতীয় বলে আউট হন তৌফিক। দলের রান তখন মোটে ৭০। এরপরই ৫৬ বলে ১১৩ রানের দুর্দান্ত সেই জুটি গড়েন খুশদিল-ইফতিখার। বিশাল এই জুটিতে ইফতিখারের অবদান মোটে ৩০ রান। ইনিংস শেষ হওয়ার আগের বলে আউট হন ইফিতিখার। তখন তার নামের পাশে ৩৬ বলে ৪৩ রান। ৫টি চারে এই রান করেন তিনি।

    অন্যদিকে, ব্যাট হাতে ঝড় বইয়ে দিয়েছেন খুশদিল। ৩৫ বরে ৭৩ রানে অপরাজিত ছিলেন এই পাকিস্তানি ব্যাটার। ৪টি চারের পাশাপাশি ছক্কা হাঁকিয়েছেন ৬টি। রংপুরের হারানো ৫ উইকেটের মধ্যে ৪টি ভাগাভাগি করে নেন হাসান মাহমুদ ও আবু হায়দার রনি। রংপুরের শেষ ব্যাটার সোহান হয়েছেন রান আউট।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…