কক্সবাজারের পেকুয়ার মাহফিলে এসে আয়োজক মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নেয়ামত উল্লাহ নিজামীর কষ্টের সফলতার কথাগুলো লক্ষ লক্ষ শ্রোতাদের বয়ান করেন প্রধান বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
মাওলানা মিজানুর রহমান আজহারী বলেন, এটা আমার এটা আমার কোন বিভাগীয় তফসিল কোরআন মাহফিল না। এই মাহফিল হচ্ছে মাওলানা নেয়ামত উল্লাহ নিজামীর কষ্টের সফলতার মাহফিল। এই মাহফিল হচ্ছে নিজামীর অনুরোধের মাহফিল।
মাওলানা মিজানুর রহমান আজহারী আরো বলেন, মাওলানা নেয়ামত উল্লাহ নিজামী আমাকে মালেশিয়া থাকে আনার জন্য বিমান ভাড়া করার প্রস্তুতির কথা বলেন। সে আমাকে পেকুয়ার মাহফিলে আনার জন্য কোন মাধ্যম বাদ রাখে নাই। সে জন্য তার তফসিলরুল কোরআন মাহফিলে আসলাম।
তিনি আরো বলেন,এর আগে আরো কয়েকবার এসে ফিরে গেছি প্রশাসনের অনুমতি হয় নাই বলে। এখন কিন্তু দাবার গুটি পাল্টে গেছে। এক মাঘে শীতে যায় না। সে জন্য কেউ কুরআনের মাহফিল বন্ধ করে সফল হয় না। মাওলানা মিজানুর রহমান আজহারী পেকুয়ার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতাদের দেখে বলেন এটা ভালোবাসার বহি:প্রকাশ।
মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা নেয়ামত উল্লাহ নিজামী বলেন,মাওলানা মিজানুর রহমান আজহারী আমাদের কুরআনের মাহফিলে এসে আমার মনের বাসনা পূরণ করেছে। সে জন্য আমি হুজুরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই।
উল্লেখ্য,২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
এমআর