বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ছাত্রদল নেতার উদ্যোগে পৌর এলাকার ২নং ওয়ার্ড এলাকায় প্রায় দেড় কিলোমিটার রাস্তা মেরাত করেন সাবেক ছাত্রদল নেতা আল-মামুন খান। তিনি জানান ঢাকা-বরিশাল মহা সড়ক সংলগ্ন আল্লাহর মসজিদ থেকে শুরু করে নদীরপড়া কালু শাহ্ মাজার পর্যন্ত রাস্তাটি প্রায় হাটা চলাচলের অনুপযোগীয় হয়ে পড়েছে।
এছাড়া সবুরখান ওরফে সবাইখানের বাড়ির সামনের পুকুর পাড়ের যে রাস্তাটি রয়েছে তার অনেক অংশ পুকুরের মধ্যে ভেঙ্গে পড়ায় এলাকার মানুষর হাটা-চলাসহ খুবই অসুবিধা হয়। তাই আমি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. বেল্লাল সরদারসহ আমার রাস্তার মেরামত কাজ শুরু করছি।
ভ্যান চালক ইচাহক মৃধা বলেন এই রাস্তা দিয়ে কোন মামাল নিতে খুবই অসুবিধা হয়েছে। এখন রাস্তা মেরামত হওয়া আমাদের আর অসুবিধা হবে না। সরেজমিনে জানাযায় রাস্তা মেরামতে প্রায় দেড় লাখ টাকার কমত খরচ হবে। এবিষয় স্কুল শিক্ষার্থী দিয়া মনি বলেন রাস্তা ভাঙ্গা’র কারেন বর্ষার সময় পানি জমে থাকতো। স্কুল আসা করতে আমার কষ্ট হতো। এখন আর আমাদের ভোগান্তি হবে না।
এমআর