চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালসহ ৩ দফা দাবিতে মানববন্ধন হয়েছে মাদারীপুরে। রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ জেলা শাখা। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চাকুরীচুত্য বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা অংশ নেন।
এ সময় চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা জানান, তৎকালীন সরকার সংবিধান বহির্ভূত প্রজ্ঞাপন দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে পিলখানার ভিতরে এবং পিলখানার বাইরের ইউনিট সমূহের নিরপরাধ বিডিআর সদস্যদের চাকুরীচ্যুত করে। তারা নিরাপদ সদস্যদের মুক্তি, তদস্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্বিঘ্নে কাজ করার স্বার্থে প্রজ্ঞাপনের ২/ঙ ধারা বাদ এবং সকল চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের চাকুরীতে পুনর্বহালের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিআর কল্যান পরিষদের সদস্য আবুল হাসান, সিপাহি সহকারী আব্দুল বউফ তালুকদার, হাবিলদার সহকারী শাহ আলম খান প্রমুখ।
এইচএ