পাবনার ভাঙ্গুড়ায় ৪৬তম বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়ালি উল্লাহ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আলী আজম, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, রাজনৈতিক দলের নেতা-কর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পিএম