এইমাত্র
  • সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরো ৬০ দিন
  • আপনারা তেল মারা বন্ধ করেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা
  • এজেন্সি কোটা ১ হাজার বহাল রেখে হজ চুক্তি সম্পন্ন
  • শেখ পরিবারের ছয় সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • বছরের প্রথম ১১ দিনে এলো ৮৮৩৯ কোটি টাকার রেমিট্যান্স
  • ভৈরবে র‍্যাব-পুলিশের অভিযানে ৫ ছিনতাইকারী আটক
  • মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা করেছে উত্তেজিত জনতা
  • অশালীন স্ক্রীনশট ফাঁস, বান্নাহ বললেন 'প্রমাণ করতে পারলে নিজেকে শাস্তি দেবো'
  • ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন
  • গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে হবে: প্রেস সচিব
  • আজ রবিবার, ২৯ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫
    শিক্ষাঙ্গন

    গণ অনশনের সমর্থনে শিক্ষার্থীদের মিছিল, একাত্মতা শিক্ষক সমিতির

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম
    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম

    গণ অনশনের সমর্থনে শিক্ষার্থীদের মিছিল, একাত্মতা শিক্ষক সমিতির

    এস.এম শাহাদাত হোসেন অনু, জবি প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অনশনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

    আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুর ১টায় শিক্ষক সমিতির শিক্ষকগণ শহীদ মিনারের সামনে এসে অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় শিক্ষক সমিতির শিক্ষকগণ শিক্ষার্থীদের দুপুরে খাওয়ার আহ্বান জানান।

    এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, তোমরা আমাদের সন্তান। তোমাদের এভাবে অনশনে রেখে আমরা শিক্ষক সমিতি বসে থাকতে পারি না। আমরা তোমাদের সকল দাবির সাথে একমত। তোমরা যাই কর্মসূচি দাও আমরা তোমাদের সাথে আছি। কিন্তু আমরা চাই এখন তোমরা আমাদের শিক্ষক সমিতির সাথে দুপুরের খাবার খাও। আমরা প্রশাসন থেকে আসিনি। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে এসেছি তোমাদের সাথে কথা বলতে।

    তিনি আরও বলেন, প্রয়োজনে আমরা তোমাদের সাথে নিয়ে প্রশাসনের কাছে যাবো। কবে কাজ হবে সেটি প্রশ্ন করবো।

    এসময় অনশনরত উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একেএম রাকিব বলেন, স্যার আমরা আর কোনো আশ্বাস চাই না। আপনারা আমাদের কাছে আসবেন না। আপনারা মন্ত্রণালয়ে চলে যান, ইউজিসিতে চলে যান। প্রশাসনসহ আপনারা প্রধান উপদেষ্টার কাছে চলে যান। সমাধান সেখান থেকে নিয়ে আসেন। এরপর আমাদের অনশন শেষ করবো। এর আগে আমাদের অনশণ আমরা চালিয়ে যাব।

    তিনি আরও বলেন, এখানে ২০-২৫ জন অনশনরত দেখতে পাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো জগন্নাথ এর প্রত্যেক শিক্ষার্থী প্রতিনিয়ত অনশনের মতো জীবনযাপন করছে।

    এর আগে অনশনরত শিক্ষার্থীদের সমর্থনে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীরা জানান, যে সকল ভাইয়েরা অনশনে বসেছে তারা আমাদের সকলের পক্ষ থেকে বসেছে। আমরা তাদের সাথে আছি। প্রয়োজনে আমরা সবাই আরও বড় আন্দোলন গড়ে তুলবো। দরকার হলে আমরাও অনশনে বসব।

    এইচএ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…