দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা' এবং জনসম্পৃক্তির লক্ষ্যে বরিশালে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনজাত অনুষ্ঠিত হয়।
রবিবার (১২ জানুয়ারি) রাতে বরিশাল মহানগরের ২৯নং ওয়ার্ড শ্রমিকদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
২৯নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক কবির হাওলাদার এর সভাপতিত্বে এবং মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ আহম্মেদ খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের সদস্য কাওসার হোসেন মনু, ২৯নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব মিন্টু ঘরামি, শ্রমিকদল নেতা মো: সোহেল শিকদারসহ মহানগর ও ওয়ার্ড শ্রমিকদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এআই