ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর একটি টিম। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার শশিভূষণ থানা এলাকার একটি গুচ্ছগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন সময়ের কন্ঠস্বরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ২ আসামি হলেন- মো. মিজানুর রহমান ও রাসেল আহমেদ। তারা দু'জন আপন ভাই। তাদের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাটামারা গ্রামে। তারা মামলার এজাহারভুক্ত ৪ ও ৫ নম্বর আসামি।
উল্লেখ, গত ৬ জানুয়ারি বোরহানউদ্দিন থানার দুই পুলিশ কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলমাস এবং নুরুল ইসলাম বাটামারা গ্রামে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে আসামির তর্কবিতর্ক বাঁধে। একপর্যায়ে স্থানীয়রা পুলিশের উপর হামলা করে। হামলায় পুলিশের ওই দুই কর্মকর্তা আহত হন। ঘটনার পর পুলিশ এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ্য এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। এরমধ্যে ঘটনার দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে ২ নারীসহ ৬ জনকে গ্রেফতার করে। গেল ৩ দিন আগে গ্রেফতার করা হয় আরো একজনকে।