ময়মনসিংহের গৌরীপুরের ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ময়মনসিংহ পরিবেশ অধিদফতরের সহযোগিতায় ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
জরিমানা দেয়া ইটভাটাগুলো হলো এনজিএম ব্রিকস ৩ লাখ, চাচা-ভাতিজা ব্রিকস ৩ লাখ, শামছু ব্রিকস ৩ লাখ, ভূঞা ব্রিকস ২ লাখ, এসএস ব্রিকস ২ লাখ ও একতা ব্রিকস ১ লাখ টাকা।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, 'পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, কৃষি জমির টপ সয়েল ব্যবহার করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে আমাদের এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে'।
এমআর