চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফ কর্তৃক বাংলাদেশী জনগণের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি কিশোরগঞ্জ জেলা শাখা।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের নজরুল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে বাংলাদেশের জনগণ সবসবময় প্রস্তুত আছে ও থাকবে। সীমান্তে ভারত যে ধৃষ্টতা দেখাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানান তারা। হাসিনাকে জায়গা দিয়ে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বের নীতি লঙ্ঘন করেছে। এখন থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে যেকোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোন আপোস করবে নাবলেও মন্তব্য করেন তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন, নাগরিক কমিটি কিশোরগঞ্জ সদর উপজেলার বেজাউল হাসনাত, সাইফুল্লাহ সিদ্দিক হিমেল, ভূঁইয়া মানিক, হোসাইন সাব্বির, পাকুন্দিয়া রাজিন সালেহ, নূর মোহাম্মদ সৌরব, মঠামইন এনামুল হক মুরাদ, করিমগঞ্জ শাহরিয়ার রশিদ অন্তর, মো সাজন মিয়া, কটিয়াদি মতিউর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল প্রিন্স প্রমুখ।
পিএম