চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও সাবেক শ্রমমন্ত্রী এম এ মান্নানের ছেলে আবদুল লতিফ টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৯ জানুয়ারি) রাতে নগরের ব্যাটারি গলির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপু নগরীর কোতোয়ালী থানার একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি।’
কোতোয়ালী থানার জিআরও (এসআই) মো. কালাম জানান, সোমবার বেলা ২টার দিকে আবদুল লতিফ টিপু নামে এক আসামিকে আনা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, গতকাল রাতে গ্রেপ্তারের প্রায় ১২ ঘণ্টা পর আজ দুপুর ২টার দিকে পুলিশ স্কটে তাকে আদালতে আনা হয়। পরে তাকে আদালতের হাজতখানার নামাজ আদায়ের একটি কক্ষে রাখা হয়।
পিএম