দুর্দান্ত–উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা-বেনফিকা ম্যাচটিকে এককথায় দুর্দান্ত বলা চলে। কী ছিল না ম্যাচটিতে? ৯ গোলের থ্রিল, টানটান উত্তেজনা, লাল কার্ড, ম্যাচে সবই দেখেছে দর্শকরা। বেনফিকার মাঠ স্তাদিও তো লিসবোয়াতে শেষ সময়ের গোলে নাটকীয় এক জয় পেয়েছে বার্সেলোনা। বৃষ্টিস্নাত রাতে জমাটি এক থ্রিলার দেখেছে ফুটবল ভক্তরা।
এমন ম্যাচে আজ বুধবার (২২ জানুয়ারি) বেনফিকাকে ৫-৪ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বাগতিক বেনফিকাকে এগিয়ে নেন ভেনগেলিস পাভলিদিস৷ প্রথমার্ধে বার্সার ত্রাস হয়েই দেখা দেন তিনি। দ্বিতীয় মিনিটের পর ২২ ও ৩০ মিনিটে গোল করে হ্যাটট্রিক আদায় করেন তিনি। ৩০ মিনিটে অপ্রতিরোধ্য বেনফিকাকে থামাতে নিজেদের অর্ধে ফাউল করে বার্সা, সেখান থেকে পাভলিদিস পেনাল্টি আদায় করে নেন। ভুল হয়নি তার লক্ষ্যভেদে।
প্রথমার্ধে অবশ্য এক গোল শোধ করে বার্সা। ১৩ মিনিটে। রবার্ট লেভানডফস্কির গোলটিও আসে স্পটকিক থেকে। তবে, পাভলিদিসের ওয়ান ম্যান শোর সামনে ৩-১ এ পিছিয়ে বিরতিতে যায় কাতালান ক্লাবটি।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে বার্সেলোনা। ৬৪ মিনিটে রাফিনহা গোল করলে ব্যবধান কমে। চার মিনিট পর বিপদ নিজেরাই ডেকে আনে বার্সা। ৬৮ মিনিটে আরাউহোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ৪-২ ব্যবধানে! ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যাওয়া হ্যানসি ফ্লিকের শিষ্যরা এরপরও ক্লিক করবে, এটি যেন মিরাকল ছিল। সেই মিরাকলই ঘটাল বার্সা।
৭৮ মিনিটে লেভানডফস্কি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। রুদ্ধশ্বাস ম্যাচের আসল নাটক শুরু পরের সময়টাতে। ৮৬ মিনিটে এরিক গার্সিয়ার গোল ম্যাচে আনে নাটকীয় সমতা। নির্ধারিত ৯ মিনিট শেষে খেলা তখন ৪-৪!
ড্রতে শেষ হবে ম্যাচ, এমন ধারণাতে যখন ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন দর্শকরা, যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বার্সাকে উল্লাসে মাতান রাফিনহা। ৯৬ মিনিটে তার গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায় বার্সা। এগিয়ে যায় ৫-৪ গোলে। গোল শোধে মরিয়া বেনফিকার ফুটবলার কাবরাল পরের মিনিটে লাল কার্ড দেখলে স্বপ্ন ভাঙে স্বাগতিক বেনফিকার।
এমআর