এইমাত্র
  • পঞ্চগড়ে বিজিবি'র পৃথক অভিযানে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য আটক
  • প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আন্দোলনকারীরা, চলছে আলোচনা
  • বরিশালে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
  • পি‌রোজপু‌রে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • কটিয়াদীতে পুলিশের হাতে মৃত্যুর অভিযোগে ওসিসহ ৫ পুলিশের নামে হত্যা মামলা
  • ভোলায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
  • কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ
  • বাকৃবিতে রিকশাচালকদের দৌরাত্ম্যের অভিযোগ
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে প্রবেশ, বাধাঁ দেওয়ায় একজনকে পিঠিয়ে আহত
  • বিএনপিকে সংস্কারের ব্যাপারে সবক নিতে হবে না: আমীর খসরু
  • আজ বুধবার, ৯ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫
    আবহাওয়া

    ঢাকার বাতাস আজ ভয়ানক দূষণের কবলে, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:৩০ এএম
    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:৩০ এএম

    ঢাকার বাতাস আজ ভয়ানক দূষণের কবলে, স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:৩০ এএম

    ঢাকার বাতাসে দূষণ আজ ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয় হলেও বায়ুমান ৫১৮, যা ‘দুর্যোগপূর্ণ পরিস্থিতি’ হিসেবে বিবেচনা করা হয়। মানসূচকে ৩০১–এর বেশি হলে তা এ ভয়াবহ পর্যায়ে ধরা হয়। ঢাকার বাতাসে আজ যে পরিমাণ দূষণ রয়েছে, সুস্থ মানুষের জন্যও ভয়ানক ক্ষতি করছে।

    আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ৬টার রেকর্ড অনুযায়ী বায়ুমান ৫১৮ বসনিয়া হার্জে গোভিনার সারায়েভো শহর, মানসূচকে অবস্থান শীর্ষে। এই তালিকায় শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে পাকিস্তানের করাচি, চীনের চংকিং শহর ও ভিয়েতনামের হ্যানয় শহর।

    বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে বায়ু পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

    বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০–এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

    বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।

    এ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

    দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।


    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…