পঞ্চগড়ে বোদা উপজেলার লাহেরীপাড়া এলাকায় নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধীনের পরিচালিত অভিযানে ২০ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারী) দিবাগত রাত পৌনে তিনটায় ৫৬ বিজিবি'র অধীনস্থ ধামেরঘাট বিওপির নায়েব সুবেদার মোঃ আজাহারুল ইসলামের নেতৃত্বে একটি টিম সীমান্ত পিলার ৭৭১/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লাহেরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এই সময় ভারত হতে বাংলাদেশে চোরাচালানকৃত ১০০ পিস ভারতীয় বিভিন্ন ধরণের উন্নতমানের শাড়ি, ১৪ পিস ভারতীয় লেহেঙ্গা, ১২ পিস ভারতীয় থ্রি পিস, ৩ পিস ভারতীয় উন্নতমানের গ্রাউন এবং ১ জোড়া ভারতীয় সুজ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার সিজার মূল্য ২০ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
একই দিন রাত সাড়ে ১২টায় মালকাডাঙ্গা বিওপি'র একটি টিম হাবিলদার মোঃ জামাল সরকার এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৫/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বগদুলঝোলা এলাকার সুয়েরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এই সময় ১৯ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার সিজার মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে ৫৬ বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এবি