মৌলভীবাজারের মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
রবিবার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধরাণ সম্পাদক আজিজ আহমদ কিবরিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল বাছিত চৌধুরী, তাজুল ইসলাম খান, সাবেক সরকারি কর্মকর্তা মামুনুর রশীদ, ইম্পিরিয়েল কলেজের কো-অর্ডিনেটর মো. সিতাব আলী, দৈনিক যুগান্তরের হোসাইন আহমদ, সহকারি অধ্যাপক এইচ এম আলাউদ্দিন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, পেশাজিবী নেতা আব্দুল কুদ্দুস নোমান ও আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে মৌলভীবাজার জেলাবাসী তাদের পাওনা অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত রয়েছেন। জেলা সদর হাসপাতালকে অনতিবিলম্বে মেডিকেল কলেজে রুপান্তরের দাবি জানান তারা।
এমআর