এইমাত্র
  • ‘ধর্ষণ’ শব্দে আপত্তির পর সমালোচনার মুখে ‘দুঃখ প্রকাশ’ ডিএমপি কমিশনারের
  • কেরানীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ, ঢামেকে ভর্তি
  • ময়মনসিংহে ছদ্মবেশে থাকা নারীসহ আরাকান আর্মির ৪ সদস্য আটক
  • যুক্তরাষ্ট্রের হুতিবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৫৩
  • কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর মেট্রোরেলে চালু টিকিট ব্যবস্থা
  • প্রধান উপদেষ্টা আজ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন
  • সন্তানের গলায় চাকু ধরে মাকে ধর্ষণ চেষ্টা
  • কর্মীদের কর্মবিরতিতে মেট্রোরেল চলাচল বন্ধ
  • ‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়
  • সাংবাদিককে ফাঁসানোর চেষ্টাকারী মাদকের সেই দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • আজ সোমবার, ৩ চৈত্র, ১৪৩১ | ১৭ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    মানিকগঞ্জে পুলিশ সদস্যকে হুমকিদাতা যুবদল নেতা আটক

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৩৭ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৩৭ পিএম

    মানিকগঞ্জে পুলিশ সদস্যকে হুমকিদাতা যুবদল নেতা আটক

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১১:৩৭ পিএম

    মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগে ফ্রান্স শাখা যুবদলের সভাপতিক ফজলুল করিম শামীমকে (৩৫) আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

    রবিবার ( ১৬ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এই ঘটনা ঘটে ।

    এই বিষয়ে পুলিশ জানান , বিকেলে শহরের ওই এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন কনস্টেবল শাহীন। এ ফজলুল করিম শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ওয়ান-ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্রাফিক পুলিশ সদস্য শাহীন তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন।

    এসময় আশপাশের দোকানদার ও পথচারীরা বিষয়টি দেখতে পেলেও শামীম প্রকাশ্যে পুলিশ সদস্যকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন। ঘটনার একপর্যায়ে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে শামীম তাদের সাথেও অসালিন আচরণ করতে থাকে।

    পরে শামীম মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাস্থলে ডাকেন, যারা এসে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে শামীমের আচরণ উগ্র হয়ে ওঠায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

    এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন বলেন, ‘ফজলুল করিম শামীম ফ্রান্স শাখা যুবদলের সভাপতি। ঘটনাটি ইফতারের আগ মুহূর্তে ঘটেছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে।

    তিনি আরও বলেন, দলীয় ভাবে আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তারেক রহমানের নির্দেশনা এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনা অনুসরণ করে আমরা যথাযথ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব’।

    মানিকগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল হামিদ বলেন, ‘শহরের যানজট নিরসনে শহীদ রফিক সড়কটি ওয়ান-ওয়ে করা হয়েছে। বিকেলে শামীম ওয়ান-ওয়ের নিয়ম ভেঙে রিকশা নিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশ তাকে বাধা দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশের কাজে বাধা ও হুমকি দেন। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

    মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ জানান, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…