চট্টগ্রামের চন্দনাইশে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলার কাঞ্চনাবাদ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে তিনটি ইটভাটায় আইনি ধারা লঙ্ঘনের অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জেএমসিকে ১ লাখ, মেসার্স রহিমকে ২ লাখ ও এবিএন ব্রিক্সকে ২ লাখ টাকা জরিমানা আদায় ও সতর্ক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মঈনুদ্দিন ফয়সাল, থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, পরিবেশ সুরক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।
এআই