বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক গৃহবধূকে নৃশংস ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মহিলার নাম তৈয়বা বেগম (৪২)। তিনি রাঙাঝিরি এলাকার রাবার বাগানের শ্রমিক সিরাজুল ইসলামের স্ত্রী।
শুক্রবার (২১ মার্চ) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম রাঙাঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানায়, লাশ উদ্ধার করতে পুলিশের একটি টীম ওই এলাকায় গিয়েছে। তবে জায়গায়টি বেশ দুর্গম ও নেটওয়ার্ক বিহীন এলাকা হওয়ায় মহিলার লাশ উদ্ধার করে আনা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মাশরুরুল হক বলেন, চলিশোর্ধ্ব এক বয়স্ক মহিলাকে কে বা কারা গলা ও হাত পায়ের রগ কেটে নৃশংস ভাবে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে চলে গেছে । মহিলা ওই এলাকায় গরু চরাতে গিয়েছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তৈয়বা বেগম বেশ কিছু গরু নিয়ে রাঙাঝিরি এলাকায় চড়াতে যায়। দিনশেষে ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে ওই এলাকায় গলা ও হাত পয়ের রগ কাটা অবস্থায় লাশ দেখতে পায়। পুলিশকে খবর দিলে কাগজি খোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা রাতে লাশ উদ্ধার করতে সেখানে যায়।
এই বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী জানান, ঘটনার স্থলটি খুবই দুর্গম। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করতে গিয়েছে। কি কারণে এই নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা পুলিশ তদন্ত করে দেখছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।
পিএম