এইমাত্র
  • মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল
  • দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু
  • আজ থেকে ঈদযাত্রা শুরু: কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়
  • চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়েই হেরে যাবে: চীনা প্রধানমন্ত্রী
  • ঈদ সামনে রেখে চলছে লক্কর ঝক্কর গাড়ি মেরামতের বিরামহীন কাজ
  • ভাঙ্গুড়ায় বিষমুক্ত টমেটো চাষে কৃষক হাসুর সাফল্য
  • ফের চার দিনের রিমান্ডে জুনাইদ আহমেদ পলক
  • ঈদের ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হবে ৩ এপ্রিলের টিকিট
  • গাজায় ইসরায়েলি হামলায় নারীসহ নিহত ১২
  • ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • আজ সোমবার, ১০ চৈত্র, ১৪৩১ | ২৪ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের চালকের ওপর হামলা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৭:০৮ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৭:০৮ পিএম

    কিশোরগঞ্জে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের চালকের ওপর হামলা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৭:০৮ পিএম

    কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের চালকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

    শনিবার (২২ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ৭৩৭নং এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন সরারচর রেলওয়ে স্টেশনে পৌঁছলে এ ঘটনা ঘটে। আহত ট্রেন চালক এএলএম মো. রফিকুল ইসলাম। তিনি সহকারী ট্রেন চালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

    জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে এসে থামলে ইঞ্জিন পরিবর্তন করার সময় একজন যাত্রী বিনা টিকিটে ইঞ্জিন বগিতে এসে বসলে চালক অন্য বগিতে যাওয়ার জন্য বলেন। পরে ইঞ্জিন পরিবর্তন করে ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্য ছেড়ে আসার সময় বাজিতপুর উপজেলার সরারচর রেলওয়ে স্টেশনে স্টপেজ দিলে চার পাঁচ জন অজ্ঞাত ব্যক্তি হঠাৎ করে চালকের আসনে এসে হামলা চালায়।

    এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের পরিচালক রেজাউল ইসলাম বলেন, ভৈরব থেকে একজন যাত্রী ইঞ্জিন বগিতে এসে বসলে তাকে সরে যাওয়ার কথা বললে তিনি সরে অন্য বগিতে বসে। পরে বাজিতপুর সরারচর স্টেশনে ট্রেনটি দাঁড়ালে চার-পাঁচজন ছেলে এসে চালকের ওপর হামলা চালায়। এসময় কয়েকজন কিল ঘুষি ও বেল্ট দিয়ে চালকের ওপর আঘাত করে। আমরা তাৎক্ষণিক রেলওয়ে ওসিকে জানাই এবং ট্রেন বন্ধ করি। পরে ওসি সাহেবের কথায় ট্রেন নিয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হই।

    বাজিতপুরের সরারচর রেলওয়ে স্টেশন মাস্টার রতিশ বিশ্বাস জানান, এমন ন্যাক্কারজনক ঘটনার তদন্ত পূর্বক বিচারের দাবি জানাই। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

    কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেন চালকের ওপর হামলার ঘটনার খবর পেয়েই আমি সাথে সাথে বাজিতপুর সরারচর স্টেশনে চলে আসি। বর্তমানে সেখানেই আছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…