এইমাত্র
  • কটিয়াদীতে সালিশ চলাকালে বাকবিতন্ডায় সংঘর্ষ, নিহত ১
  • বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
  • রাজশাহীর কৃষক আলতাফ হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
  • স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
  • বৃষ্টির জন্য কিশোরগঞ্জে ইসতিসকার নামাজ আদায়
  • তামিমকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা
  • নাটোরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতার ৪
  • স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি
  • অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ জন হাসপাতালে ভর্তি
  • ধানমন্ডিতে র‍্যাব পরিচয়ে ডাকাতি, আটক ৪
  • আজ বুধবার, ১২ চৈত্র, ১৪৩১ | ২৬ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    ভাঙ্গুড়ায় বিষমুক্ত টমেটো চাষে কৃষক হাসুর সাফল্য

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম

    ভাঙ্গুড়ায় বিষমুক্ত টমেটো চাষে কৃষক হাসুর সাফল্য

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:৩৩ এএম

    পাবনার ভাঙ্গুড়ায় বিষমুক্ত টমেটো আবাদ করে সাফল্য অর্জন করেছেন কৃষক হাসিনুর রহমান হাসু। উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে একবিঘা কৃষি জমিতে তিনি টমেটোর আবাদ করেন।

    সরেজমিনে দেখা যায়, ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করছেন কৃষক হাসু। গাছ থেকে টমেটো তুলে প্লাস্টিকের ক্যারেটে রাখা হচ্ছে। ক্ষেত থেকে তোলা টমেটো ৫টি প্লাস্টিকের ক্যারেটে ভর্তি করা হয়। প্রতিটি ক্যারেটে ১০ কেজি করে টমেটো ছিলো। সে হিসেবে প্রায় ৫০ কেজি পর্যন্ত টমেটো পান তারা।

    একান্ত আলাপচারিতায় কৃষক হাসু জানান, প্রথম থেকেই জমিতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। এখন তার লাগানো প্রতিটি গাছে টমেটো ধরেছে প্রচুর। সপ্তাহে তিন থেকে চারদিন তিনি ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করে বিক্রি করছেন। এতে এ পর্যন্ত তার ২০ হাজার টাকার টমেটো বিক্রি হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মৌসুমে তিনি ৩০-৩৫ হাজার টাকা বিক্রি করতে পারবেন। এতে সব খরচ বাদ দিয়ে তার ২৫-৩০ হাজার টাকা লাভ হবে বলে আশাবাদী তিনি।

    উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান সবুজ বলেন, আলোর ফাঁদ ব্যবহার করে খেতের পোকা দমন এবং কীটনাশক ব্যবহার ছাড়াই টমেটো উৎপাদন করেছেন কৃষক হাসু। এই টমেটোর চাহিদাও প্রচুর রয়েছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান বলেন, খানমরিচ ইউনিয়নের কৃষক হাসু বিষমুক্ত টমেটো চাষে সফল হয়েছেন। বাজারে এ সবজির চাহিদা অনেক বেশি। সবাই তার মতো করে সবজি চাষ করলে লাভবান হতে পারবেন। আবার তার সবজি চাষ দেখে এলাকার অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন।

    ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার সময়ের কন্ঠস্বরকে বলেন, বিষমুক্ত সবজি ও ফল উৎপাদনে কৃষক হাসিনুর রহমান হাসু সাফল্য পেয়েছে। এসব কৃষকদের জন্য সার, বীজ ও অন্যান্য সহায়তা বাড়াতে কৃষি বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…