এইমাত্র
  • ঈদ সামনে রেখে চলছে লক্কর ঝক্কর গাড়ি মেরামতের বিরামহীন কাজ
  • ভাঙ্গুড়ায় বিষমুক্ত টমেটো চাষে কৃষক হাসুর সাফল্য
  • ফের চার দিনের রিমান্ডে জুনাইদ আহমেদ পলক
  • ঈদের ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হবে ৩ এপ্রিলের টিকিট
  • গাজায় ইসরায়েলি হামলায় নারীসহ নিহত ১২
  • ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
  • নেইমার বিশ্বকাপ খেলতে চাইলে নিজেকে উৎসর্গ করতে হবে: রোনালদো
  • তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক
  • মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা
  • সেনাবাহিনী জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান
  • আজ সোমবার, ১০ চৈত্র, ১৪৩১ | ২৪ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    গলাচিপায় স্ত্রীর দেওয়া চুরির মামলায় স্বামী গ্রেপ্তার

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৮:৩৪ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৮:৩৪ পিএম

    গলাচিপায় স্ত্রীর দেওয়া চুরির মামলায় স্বামী গ্রেপ্তার

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৮:৩৪ পিএম

    প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও সৌদি রিয়াল চুরির মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব।

    শনিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার শাখারিয়া-আমখোলা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির উদ্দিন মোল্লাকে (৪৭) আটক করে। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছৈলা বুনিয়া গ্রামের আতাহার মোল্লার ছেলে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চম্পা বেগম তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। অভিযুক্ত নাসির উদ্দিন তার দ্বিতীয় স্বামী। তিনি মাঝে মাঝেই স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন এবং অবস্থান করতেন। ২০২৪ সালের ২২ নভেম্বর তিনি চম্পা বেগমের বাড়িতে আসেন এবং কয়েকদিন অবস্থান করেন। ২৬ নভেম্বর চলে যাওয়ার পর চম্পা বেগম দেখতে পান, তার মেয়ের কক্ষের আলমারির ড্রয়ার ভাঙা। সেখান থেকে স্বর্ণের হার, চেইন, কানের দুলসহ অন্যান্য স্বর্ণালংকার, ডায়মন্ড গয়না এবং সৌদি ৪০ হাজার রিয়াল খোয়া গেছে, যার মোট মূল্য প্রায় ৫৮ লাখ টাকা। পরে চম্পা বেগম এ বিষয়ে তার মেয়েকে জানালে তিনি নাসির উদ্দিনকে ফোন করে জিজ্ঞাসাবাদ করেন। তখন নাসির উদ্দিন চুরি করা স্বর্ণালংকার ও রিয়াল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তীতে তা আর ফেরত না দেওয়ায় চম্পা বেগম ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন।মামলাটি (নং-৮/২০২৪) দণ্ডবিধির ৩৮০/১০৯ ধারায় রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাব-৮ কে অনুরোধ জানালে তারা অভিযানে নামে এবং তাকে গ্রেফতার করে।

    এদিকে গ্রেফতারকৃত নাসির উদ্দিনকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

    র‍্যাব-৮ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,"এটি একটি আলোচিত চুরির মামলা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট তাকে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…