এইমাত্র
  • গণহত্যা দিবস: আজ অন্ধকারে থাকবে দেশ
  • বেরোবিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  • গাজীপুর ৩০ বোতল মদসহ আটক ২
  • দেশবিরোধী আন্দোলনে উসকানিদাতাদের গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ১২ কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার
  • ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ জনের
  • আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না: তামিম ইকবাল
  • বরিশালে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ ও অলোচনা সভা অনুষ্ঠিত
  • অবশেষে ছাড়পত্র পেল শাকিব খানের ‘বরবাদ’
  • নৌকা প্রতীকে নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন
  • আজ বুধবার, ১২ চৈত্র, ১৪৩১ | ২৬ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    নারায়ণগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:৪৪ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:৪৪ এএম

    নারায়ণগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:৪৪ এএম

    আদালতের আদেশ অমান্য করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে শায়লা বেগম নামে এক যুব মহিলা লীগ নেত্রী ও তার অনুসারীদের বিরুদ্ধে।

    শনিবার (২২ মার্চ) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী অ্যাডভোকেট মো. শাহ আলম মানিক বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযুক্তরা হলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড যুব মহিলালীগ নেত্রী শায়লা বেগম, আবুল, বাবুল, জুলহাস, দুলাল, সেলিম, রনি, রাব্বি ও অনিক ।

    অভিযোগে তিনি উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের গোদনাইল মৌজায় ১৫.৩৪ শতাংশ সম্পত্তি ক্রয়সূত্রে মালিক তিনি। অভিযুক্তরা এই সম্পত্তি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলে নেয়। শাহ আলম মানিকের ওই জমিতে থাকা ফলজ গাছ কেটে অভিযুক্তরা টিনশেডের ঘর নির্মানের চেষ্টা করলে তিনি বাঁধা প্রদান করেন। তিনি বাঁধা দিলে তাকে প্রাণ নাশ এবং লাশ গুমের হুমকি প্রদান করা হয়।

    শাহ আলম মানিক বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ২০২০ সালে আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে তারা আমার জমি দখল করে নেয়। আমি থানায় অভিযোগ দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। তখন অভিযুক্তরা পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দেয়। গত ২১ মার্চ অভিযুক্তরা পুনরায় ভবন নির্মাণ কাজ শুরু করলে আমি আদালত কর্তৃক আমার পক্ষে রায়ের কপি নিয়ে গেলে তারা আদালতের আদেশ মানবে না বলে আমার সাথে মারমুখী আচরণ করে। এসময় অভিযুক্তরা আমার নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।

    এদিকে অভিযুক্তদের রাব্বি বিষয়টি অস্বীকার করে বলেন, আমরাও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা কোনো আইন অমান্য করিনি।

    সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনূর আলম সময়ের কণ্ঠস্বরকে বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…