কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় সাগরে নিখোঁজ হওয়া বিজিবি সৈনিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ উপকুলবর্তী গোলারচর নামক এলাকা সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত বিজিবি সৈনিক হচ্ছে- কুমিল্লা মুরাদ নগর এলাকার অন্তর্গত কাজিরতলা গ্রামের বাসিন্দা বজলুর রহমানের পুত্র মৃত বিল্লাল হাসান। সে টেকনাফের শাহপরীরদ্বীপ বিজিবি বিওপিতে কর্মরত সৈনিক ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় বিজিবি সৈনিকরা নিজের জীবন বাজি রেখে ডুবন্ত রোহিঙ্গাদের জিবিত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে নারী-শিশুসহ ২৫ জনকে জিবিত উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত অভিযান চলাকালীন সময়ের মধ্যে আমাদের এক সদস্য সাগরে ডুবে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ থাকার দুই দিন পর সাগর থেকে পানিতে তলিয়ে যাওয়া বিজিবি সৈনিক বিল্লালের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
তিনি আরো জানান, সংঘটিত ঘটনার দিন বিজিবি সদস্যরা জীবনের মায়া ত্যাগ করে শিশুসহ ২৫ জনকে উদ্ধার করে। পাশাপাশি শিশুসহ চার রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।