এইমাত্র
  • ঢাকায় মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের
  • ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়াতে পারে
  • যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে চাপ বাড়লেও নেই যানযট
  • চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, বিপর্যস্ত জনজীবন
  • ভূমিকম্পের পর মিয়ানমার ও থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি
  • ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১ চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই
  • নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার: রিজভী
  • হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম
  • ব্যাংককে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ল ভবন
  • মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অনুভূত বাংলাদেশেও
  • আজ শনিবার, ১৪ চৈত্র, ১৪৩১ | ২৯ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শেখ আজিবর রহমানকে সংবর্ধনা প্রদান

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:০৩ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:০৩ পিএম

    বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শেখ আজিবর রহমানকে সংবর্ধনা প্রদান

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:০৩ পিএম

    নড়াইল সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও বাঁশগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আজিবর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দ সম্বর্ধনা ক্রেস্ট ও ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা শেখ আজিবুর রহমানকে বরণ করে নেন।

    একই সাথে মঙ্গলবার (২৫ মার্চ) গণহত্যা দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকাল দশটায় নড়াইল সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ উদ্যাপন কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সুপর্না নাগ এর সভাপতিত্বে মো. শাহিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক।

    এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নড়াইল সরকারি মহিলা কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আকবর আহম্মদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পীযূষ কুমার দাস, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ বিশ্বাস, গনিত বিভাগের সরকারি অধ্যাপক অশোক কুমার মজুমদার, ইসলাম শিক্ষার প্রভাষক মাহমুদুর রহমান, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মন্নু বিশ্বাস, ইংরেজি বিভাগের প্রভাষক সবুজ কুমার হালদার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সন্ধ্যা রানী কুন্ডু।

    এ সময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত ছিলেন। বক্তারা ২৫ শে মার্চ গণহত্যা দিবসের নানান দিক ও ভয়াল কালো রাত সম্পর্কে আলোচনা করেন।

    সম্বর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমান ৭১ সালের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ও রণাঙ্গনে যুদ্ধ করে নড়াইল মুক্ত করার বাস্তব অভিজ্ঞতা ব্যক্ত করেন।

    উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা শেখ আজীবুর রহমান শুধু দেশের জন্য যুদ্ধ করেননি। দেশের জনগণের সেবার জন্য বাঁশগ্রাম ইউনিয়নে ১১ বছর নির্বাচিত চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করেছেন। কখনোই দুর্নীতি ও অন্যায়কে প্রশ্রয় দেননি। সেজন্য চেয়ারম্যান হিসেবে বিদেশ সফর করেন। এছাড়া তিনি নন্দিত ফুটবলার ছিলেন জাতীয় দলেও চান্স পেয়েছিলেন। দশ বছর আরামবাগ ক্রীড়া চক্রের নিয়মিত খেলোয়াড় হিসেবে সুনাম অর্জন করেছেন। সবশেষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…