দিনাজপুরের হিলিতে যৌন নিপীড়নের প্রতিবাদে খট্রামাধবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার মাধবপাড়া গ্রামে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধনে রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে প্যানেল চেয়ারম্যান স্বপনের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
এ বিষয়ে ভুক্তভোগী মাহফুজার রহমান রকি বলেন, আমাকে প্যানেল চেয়ারম্যান লোভ দেখিয়েছিলেন যে, আমাকে টিসিবির কার্ড করে দিবে, তার নিজের জমি চাষ করতে দিবে এমনকি দোকানও করে দিবে। বিনিময়ে সে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করবে। আমি এই বিষয়ে রাজি না হওয়ার কারনে তার নিজস্ব গুন্ডাবাহীনি দিয়ে আক্রমন আমার উপর করে।
তিনি আরোও বলেন, আমাদের খট্রামাধবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের নজর খারাপ। শুধু নজর খারাপ বললে চলবে না, যেখানে গ্রামের মহিলারা একত্রিত হয়ে গল্প করে সেখানে এই প্যানেল চেয়ারম্যান স্বপন আড্ডা দেয়। গ্রামের অধিকাংশ মহিলাকে সে কুপ্রস্তাব দিয়ে থাকে। লজ্জায় অনেক সময় কেউ না বলেও এখন অনেকেই তা প্রকাশ করছে। যার জন্য আজ তারা বিক্ষোভ ও মানববন্ধন করছে।
উপরোক্ত বিষয়ে থানায় অভিযোগ করা হলেও পুলিশ বিষয়টি এখন পর্যন্ত আমলে নেয়নি। যদি ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানকে গ্রেফতারসহ অপসারণ করা না হয় তাহলে আরো কঠোর কর্মসূচী গ্রহণ করবে তারা।
এদিকে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, ভুক্তভোগী মাহফুজার রহমান রকি নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দিয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।
এসআর