দিনাজপুরের খানসামায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে জনক চন্দ্র রায় (১৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সরকার পাড়ায় এ ঘটনা ঘটে। জনক ওই এলাকার ছত্র মোহন রায়ের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল ফোন নষ্ট হওয়ার কারণে তার মায়ের কাছে নষ্ট মোবাইল ভাল করার জন্য টাকা চায়। তার মায়ের কাছে ঐ মুহূর্তে টাকা না থাকার কারনে কয়েকদিন পরে মোবাইল ঠিক করার কথা জনক চন্দ্র রায়কে জানায়। উক্ত বিষয়কে কেন্দ্র করে জনক তার মায়ের উপর অভিমান করে তাদের বাড়ীতে থাকা ইদুরের গর্তের মধ্যে দেওয়া গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। কিছুক্ষন পর তার মা তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমূল হক বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এমআর