হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় লেগুনা গাড়ীর চাপায় সিরাজ মিয়া (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার ওলিপুর গ্রামের মৃত হাজী চান মিয়ার ছেলে।
বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন মাধবপুর আর্মি ক্যাম্পের ল্যা. কর্পো. সাইদুল ইসলাম। এর আগে ইফতারের পূর্বে উপজেলার ওলিপুর স্কয়ার কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে (সিলেট ছ-১১-২৫৫৩) নং লেগুনা গাড়ীর চাপায় পথচারী সিরাজ মিয়া গুরুত্বর আহত হন।
এ ঘটনার খবর পেয়ে মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্য, শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় জনতার সহযোগীতায় আহত সিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। পরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন- লেগুনা গাড়ীর চাপায় গুরুত্বর আহত হলে সিরাজ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি মারা যান। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনআই