রাজবাড়ীর গোয়ালন্দে প্রাইভেটকারে মাদক বহনকালে ৬০ বোতল ফেনসিডিলসহ জসিম বিশ্বাস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
রবিবার (২৩ মার্চ) দিনগত রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।
আটক জসিম বিশ্বাস (৩৮) ফরিদপুর জেলার মধুখালী থানার উত্তর নোয়াপাড়া গ্রামের মো. ফাকু বিশ্বাসের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোয়ালন্দ ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার নিয়ে মাদক বহনকালে জসিম বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত জসিম বিশ্বাস পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক সংগ্রহ করে প্রাইভেটকারে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এনআই