দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে রয়েল নামে এক মাদক ব্যবসায়ী গ্রীল ভেঙ্গে পালিয়ে গেছে।
রবিবার (২৪ মার্চ) রাতে উপজলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে। পলাতক আসামি উপজেলার কুশদহ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত্যু সাকাদ আলীর ছেলে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, যৌথবাহিনী গত শনিবার দিনগত রাত অভিযান চালিয়ে রয়েল নামে একজন মাদক ব্যবসায়ীকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রাখেন। পরে রুমে থাকা অবস্থায় সেখান থেকে জ্বানালার গ্রীল ভেঙ্গে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, যৌথবাহিনী আসামিকে আটক করে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে জমা দেয়। তবে তার নামে কোন মামলা রেকর্ড হয়নি। আমরা আসামিকে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। অতি দ্রুত আসামিকে খুঁজে বের করা হবে।
এআই