প্রকৃত নেতা কর্মীদের আগলে রাখতে হবে। তাদের পাশে দাড়াতে নেতাদের প্রতি আহবান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে কথা গুলো বলেন।
তিনি আরও বলেন,আমি আপনাদের ভালবাসা সমর্থন পেলেই সিরাজুদ্দৌলা না হলে আব্দুল্লা। তাই আপনারা আগামী দিন গুলোতে আমাকে পাশে রাখবেন আর আমিও আপনাদের পাশে নিয়ে চলতে কারন আপনারাই আমার শক্তি বলে জানিয়েছেন ।
তিনি আরও জানান,লুঙ্গি পড়া তৃনমূল নেতা কর্মীদের আশা-আখাংকার কথা শুনতে নেতাদের প্রতি আহবান জানিয়ে তিনি আরও বলেন,তারাই আমাদের মূল শক্তি,তারাই আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপি কে বিজয়ী করবে।
এসময় কামরুজ্জামান কামরুল আরও বলেন,আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান বলেছেন তৃনমুল নেতাকর্মীদের ও সাধারন জনগনকে ভালবাসা দিতে হবে, ভালবাসতে হবে। তাদের মন জয় করতে হবে। তাহলেই জনপ্রিয় হওয়া যাবে। গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি আর নির্যাতন সহ্য করতে হয়েছে আমাদেরকে। ৫ আগষ্টের আগে মিছিল করলে ৫০-৬০-১০০ জন হতো এখন মিছিলে মানুষ হয়,তাই নেতৃবৃন্দ কে বলবো এই ১ শত জন যেন হাজার জনের মধ্যে হারিয়ে না যায়। প্রকৃত নেতা কর্মীদের আগলে রাখতে হবে। তাদের পাশে দাড়াতে হবে।
কামরুজ্জামান কামরুল এর উদ্যোগে উপজেলা মাঠে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলীর সভাপতিত্বে বাবরুল হাসান বাবলু, তোজাম্মিল হক নাসরুম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, সাবেক চেয়ারম্যান সবুজ আলম, জামায়াত ইসলামী উপজেলা আমীর রুকন উদ্দিন, মেহেদী হাসান উজ্জ্বল, আলী হায়দার, আলী আহমদ মোরাদ, বিএনপি নেতা চাঁন মিয়া মাস্টার, আবুল হোসেন, সাকাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, আজিজুল ইসলাম, আবুল কালাম, নাসির মিয়া, জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক সামরুল ইসলাম,
সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম, ছাত্র দলের আহবায়ক আবুল হাসান রাসেল প্রমুখ। এসময় উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসআর