আসছে পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম কি হবে সেটি নির্ধারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট হলে বৈঠকে বসেছেন বিভিন্ন আয়োজকসহ অংশীজনরা।
সোমবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। ইতোমধ্যে বৈঠকে যোগ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ঢাবির ভিসি ছাড়াও বৈঠকে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিসহ নানা অংশীজন উপস্থিত রয়েছেন। এই বৈঠক শেষে শোভাযাত্রার পরিবর্তিত নাম জানা যাবে।
এর আগে রোববার (২৩ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, এবার শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়; চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি ইনক্লুসিভ শোভাযাত্রা হবে। থাকবে নতুন চমক।
ওই ব্রিফিংয়ে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবারের সভায় সেটির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি।
এবি