গজারিয়ায় স্থানীয় সাংবাদিকদের সন্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) স্থানীয় একটি রেস্টুরেন্টে গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান সফিকের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাসুম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতনের পক্ষে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মহনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শেখ নজরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকগণ সমাজের আয়না স্বরূপ তাদের লেখনীর মাধ্যমে দেশ ও সমাজের ভালো মন্দদিকসহ সমাজের নানা অসঙ্গতি উঠে আসে। সেই সূত্র ধরে যথাযথ কর্তৃপক্ষের রাষ্ট্র ও সমাজ সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য গুরূত্বপুর্ণ সিদান্ত নিতে সহায়ক হয়।
অনুষ্ঠাণের সভাপতি স্হানীয় সাংবাদিকদের সচ্ছতার সাথে নির্ভয়ে তাদের পেশাগত দায়িত্ব পালনের আহবান জানান। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন।
এসআর