চীন সরকারের আমন্ত্রণে ৪ দিনের সফরে বুধবার (২৬ মার্চ) চীনে যাবেন প্রধান উপদেষ্টা। সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার (২৮ মার্চ) সকালে দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের।
মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
মূলত এ সফরে অর্থনৈতিক ব্যাপার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, এছাড়াও কয়েকটি এমওই হওয়ার সম্ভাবনা আছে এ কথা জানিয়ে তিনি বলেন, চীনের ব্যবসায়ী মহলের সঙ্গেও বৈঠক আছে।
তিনি বলেন, ভারত-চীন সবাই আমাদের বন্ধু। ভারতের সঙ্গে আমাদের খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে৷
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।