দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিলের ফুটবল অ্যাসোসিয়েশন (সিবিএফ)। কনমেবলের গ্রুপ টেবিলে সেলেসাওদের অবস্থান এখন চতুর্থ। তবে, ১৪টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হারলেও ২০২৬ বিশ্বকাপে যাওয়ার সুযোগ এখনও রয়েছে সবশেষ ২০০২ বিশ্বচ্যাম্পিয়নদের।
২০২৪ সালের জানুয়ারি থেকে ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন ৬২ বছর বয়সী দরিভাল। এর আগে তিনি ব্রাজিলের অনেক ক্লাব পরিচালনা করেছেন। তার প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ, যেখানে ব্রাজিল ১-০ গোলে জয় পেয়েছিল। তার অধীনে ১৬টি ম্যাচের মধ্যে সাতটিতে জয়, ছয়টিতে ড্র এবং তিনটিতে হার হয়।
সিবিএফ জানিয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর তারা তাকে বিদায় দিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, বোর্ড তার ভবিষ্যতের জন্য শুভ কামনা করছে। এখন থেকে সিবিএফ নতুন কোচ খুঁজতে কাজ করবে।
দরিভাল অবশ্য নিজে কখনো ব্রাজিল জাতীয় দলে খেলেননি। তবে তিনি ২০২২ সালে ফ্ল্যামেঙ্গোকে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নস লিগ খ্যাত কোপা লিবার্তাদোরেস জিতিয়েছিলেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, আল-হিলাল কোচ জর্জ জেসুস ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। এর আগে, তারা রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে আনার চেষ্টা করেছিল, তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ব্রাজিল এখনো আনচেলত্তির সঙ্গে ২০২৬ বিশ্বকাপের আগে দায়িত্ব নেয়া নিয়ে আলোচনা করতে চায়।
এখন দেখার বিষয়, সেলেসাওদের পরবর্তী কোচ কে হন এবং দলটি আগামী বিশ্বকাপের বাছাইয়ের জন্য কীভাবে নিজেদের সামলে নেয়। তবে, নিজেদের ঐতিহ্য ফেরাতে ফের ইতালিয়ান কোচের দরজায় ধর্না দিতে পারে ব্রাজিল— এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
এমআর