ঢাকা-বরিশাল মহাসড়কে কিছুতেই থামছেনা সড়ক দুর্ঘটনা।
গৌরনদী উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের দক্ষিণ বিজয়পুর এলাকায় বেপরোয়া অজ্ঞাত পরিবহনের ধাক্কায় শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ইঞ্জিন চালিত ভ্যান উল্টে যায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে ভ্যানের চালক মোঃ রাসেল সরদারকে (৩১) গুরতর আহত হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকলে উদ্ধার করেন।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান যে দুর্ঘটনার পরে স্থানীরা গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খবর দিলে দুর্ঘটনা স্থলে পৌঁছে আহত মো. রাসেল সরদারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। আহত রাসেল সরদারের বাড়ি পার্শ্ববতী লকিনি উপজেলার পশ্চিম সাহেব রামপুর হাট এলাকায়।
এসআর