গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে যাত্রী বোঝাই পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মহেন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা দ্রুতগামী পিকআপটি অন্য একটি গাড়িকে দ্রুত পাশ কাটানোর সময় অপরদিক থেকে আসা ট্রাক্টরের সাথে সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বাসিন্দা মুসা (২০) ঘটনাস্থলেই নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা ভাল না থাকায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাজ উদ্দিন খন্দকার জানান, নিহতের পরিচয় পাওয়া গেলেও আহতদের পরিচয় এখনও পাওয়া যায় নি সেই সাথে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজ চালায়, এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়, তবে পরে স্বাভাবিক করা হয়।
এদিকে, স্থানীয়রা মহাসড়কে ট্রাক্টরের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানানোর পাশাপাশি জানান এসব অবৈধ ট্রাক্টর নিয়ন্ত্রণহীনভাবে চলাচলের কারনেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
এসআর