যশোর ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
রোববার (৩০ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে সদর উপজেলার হামিদপুর বাজার থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পদমদি উত্তর পাড়ার মৃত দরবেশ শেখের ছেলে কামাল হোসেন (৪৪) এবং হরিণাকুন্ডু উপজেলার কালীশংকরপুর গ্রামের ছবদুল হকের ছেলে ইকবাল হোসেন (২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানিয়েছেন, রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোর-নড়াইল সড়কের হামিদপুর বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
পিএম