গাজীপুরের টঙ্গী এরশাদ নগর এলাকায় সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মুক্তাদির আহাম্মেদ লিপু মোল্লাসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঝাড়ু ও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী এবং ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২ এপ্রিল) বিকেলে ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা যুবদলের ১ নম্বর সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের হালিমা আক্তার সুমি, ৪৯ নম্বর ওয়ার্ড মহিলাদের যুগ্ম সম্পাদক মুক্তার আক্তার প্রমুখ।
ভুক্তভোগী সাগর বলেন, লিপুর উপস্থিতিতে মতি প্রথমে আক্রমণ করে, পরে বিপ্লব, কামরুল, মাদক কারবারি মানিকসহ বেশ কয়েকজন হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করে।
ভুক্তভোগী রমিজ উদ্দিন বলেন, আমরা সাধারণ মানুষ কিন্তু আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এর আগে, সোমবার রাতে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। হামলায় সাগরের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং তার স্ত্রী ও সন্তানকে মারধর করা হয়।
এবিষয়ে টঙ্গী পূর্বথানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
পিএম