এইমাত্র
  • সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার
  • অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক
  • গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের
  • ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু
  • বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক
  • বাউফলে ট্রলির ধাক্কায় যুবক নিহত
  • সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম
  • ওয়াকফ বিল ভারতকে মুসলিম শূণ্য করার গভীর চক্রান্ত: চরমোনাই পীর
  • এবার ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল
  • পিলখানা থেকে সরে গেছেন সাবেক বিডিআর সদস্যরা
  • আজ রবিবার, ২৩ চৈত্র, ১৪৩১ | ৬ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    ভৈরবে পাঁচ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম
    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম

    ভৈরবে পাঁচ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ

    ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম

    কিশোরগঞ্জের ভৈরবে ৫ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগ উঠেছে । ঈদের দিন সোমবার (৩১ মার্চ) রাতে শহরের নদীরপাড় সংলগ্ন মুশকুল্লাহাটি এলাকায় এঘটনা ঘটে। শিশুটির বাসা একই এলাকায়। বাসা থেকে কিছুটা দূরে এক নির্জন এলাকায় ঘটনাটি ঘটেছে।

    বুধবার (২ এপ্রিল) সকালে শিশুটির বাবা বাদল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় দুই কিশোরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

    অভিযুক্তরা হলেন, শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার রতন মিয়ার ছেলে রিয়ান (১৪) ও পলতাকান্দা এলাকার কারুন মিয়ার ছেলে দিয়ান (১৫)। এ দুই কিশোর ঘটনাটি ঘটিয়েছে বলে শিশুর বাবার অভিযোগ। অভিযোগ পাওয়ার পর পুলিশ দুই কিশোর কে ধরার চেষ্টা করছে।

    শিশুটির বাবা বাদল মিয়া জানান, ঈদের দিন রাত ৮ টার দিকে ঘটনাটি ঘটার পর আমার ছেলে বাসায় এসে বলে তার পায়ূপথে ব্যথা লাগছে। তখন আমি ঘটনা জানতে চাইলে সে জানায়, তার হাত চোখ বেঁধে রিয়ান ও দিয়ান তাকে বলৎকার করেছে। এসময় পায়ূপথে রক্ত দেখে তাকে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। তখন কর্তব্যরত ডাক্তার তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে রেফার্ড করে। সেখানে চিকিৎসার পর বুধবার (২ এপ্রিল) সকালে থানায় অভিযোগ করি। ঘটনার বিচার দাবি করেন শিশুটির বাবা।

    এবিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক নুরুল হুদা জানান, অভিযোগটি থানায় দেয়ার পর ওসি সাহেব আমাকে ঘটনার তদন্ত করতে নির্দেশ দেন। বুধবার দুপুরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযুক্ত দুজনকে ধরতে চেষ্টা করছি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…