এইমাত্র
  • মোংলায় নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
  • মাগুরার শিশু ধর্ষণ মামলার চার্জশিট আজই দাখিল করা হবে: আসিফ নজরুল
  • শিল্প গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ
  • মডেল মেঘনা আলমকে আটকের প্রক্রিয়া সঠিক ছিল না: আইন উপদেষ্টা
  • ঢাবিতে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়
  • তিন জেলায় ব্যাংক বন্ধ আজ
  • পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
  • বায়ুদূষণে বিশ্বের ১২৪ শহরের মধ্যে শীর্ষে চীন, পঞ্চমে ঢাকা
  • বিশ্বকাপ বাছাইপর্বে আজ আইরিশদের মোকাবিলা করবে জ্যোতিরা
  • জুট মিলে যৌথবাহিনীর বিশেষ অভিযান, গ্রেপ্তার ১
  • আজ রবিবার, ৩০ চৈত্র, ১৪৩১ | ১৩ এপ্রিল, ২০২৫
    আন্তর্জাতিক

    এবার ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম

    এবার ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম

    যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার দলীয় দুই সদস্যকে আটক করেছে ইসরায়েল। ব্রিটিশ আইনসভার একটি প্রতিনিধিদলের অংশ হিসেবে তাঁরা ইসরায়েল সফরে গিয়েছেন। তবে তাঁদের কোনো কার্যালয়ে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়ে আটক করেছে ইসরায়েল। এই নিয়ে ব্রিটেনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানোর পর ওই দুই আইনপ্রণেতাকে ছেড়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বর্তমানে তারা লন্ডনে ফিরে যাচ্ছেন বলে রবিবার ব্রিটিশ একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন।


    ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ বলেছে, ব্রিটেনের পার্লামেন্টের লেবার দলীয় দুই এমপি ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহাম্মদ সংসদীয় প্রতিনিধি দলের অংশ হিসাবে ইসরায়েলে গিয়েছিলেন। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের প্রবেশে অস্বীকৃতি জানায় এবং আটক করে।

    প্রতিবেদনে বলা হয়, এই ব্রিটিশ সংসদ সদস্যরা ইসরায়েলের একটি মানবাধিকার সংগঠনের সাথে কাজ করছিলেন বা ফিলিস্তিনি অঞ্চল পরিদর্শন করছিলেন। ইতোমধ্যে, ব্রিটিশ সরকার এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং ইসরায়েলের সাথে যোগাযোগ করছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে যে অভিযুক্ত দুই ব্রিটিশ এমপি আইন ভঙ্গ করেছেন বা ইসরায়েলের নিরাপত্তা নীতির জন্য ঝুঁকি তৈরি করেছিলেন।

    এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি স্থানীয় সময় গতকাল শনিবার রাতে এক বিবৃতিতে জানান, আটক দুই আইনপ্রণেতা হলেন ব্রিটিশ লেবার পার্টির ইউয়ান ইয়াং ও আবতিসাম মোহামেদ। দেশটির সন্দেহ, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নথিভুক্ত করা ও ইসরায়েলবিরোধী ঘৃণা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তাই তাদের আটক করা হয়েছে।

    তিনি বলেন, ‘‘আমি ইসরায়েলি সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে পরিষ্কার করে বলেছি, ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে এই ধরনের আচরণের কোনও সুযোগ নেই। আমরা সমর্থন জানানোর জন্য আজ রাতে উভয় সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করেছি।’’

    তিনি আরও বলেন, গাজায় যুদ্ধবিরতি ও রক্তপাত বন্ধ, জিম্মিদের মুক্তি এবং সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় ফেরা যুক্তরাজ্য সরকারের লক্ষ্য। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

    ব্রিটেনের উপ অর্থমন্ত্রী ড্যারেন জোনস বিবিসিকে বলেছেন, ইসরায়েলে আটক এমপিরা এখন দেশে ফিরছেন। আর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমার সহকর্মীদের সঙ্গে ইসরায়েল যে ধরনের আচরণ করেছে, তা অগ্রহণযোগ্য।

    এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের এই ধরনের কার্যক্রমের সমালোচনা করে বলেছে যে এমন ব্যবহার ফিলিস্তিনি অঞ্চলে মানবাধিকার পর্যবেক্ষণে বাধা সৃষ্টি করছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…