এইমাত্র
  • মিশরের মাধমে গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিল ইসরায়েল
  • লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে টেকনাফে চাষি ও ব্যবসায়ীদের সমাবেশ
  • ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির নতুন কমিটি ঘোষণা
  • ফরিদপুরে তরমুজের ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
  • দেশের দুই অঞ্চলে ঝড় হতে পারে, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
  • কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স-যোদ্ধা নিহত
  • মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
  • মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই
  • কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে
  • ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩
  • আজ মঙ্গলবার, ২ বৈশাখ, ১৪৩২ | ১৫ এপ্রিল, ২০২৫
    দেশজুড়ে

    সড়ক ও জনপথের জায়গা দখল করে ফাস্টফুডের দোকান

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম
    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম

    সড়ক ও জনপথের জায়গা দখল করে ফাস্টফুডের দোকান

    মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ৫ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া উড়াল সেতুর নিচের জায়গা দখল করে আনিশা জল কুটির অ্যান্ড ফটো গ্যালারী নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছে। এতে ওই সড়কে যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

    জানা যায়, মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিংয়ের পূর্ব পাশে মহাসড়কের দক্ষিণ পাশে জালাল উদ্দিন নামে এক ব্যক্তির আনিশা জল কুটির নামে একটি ফাস্টফুডের দোকান রয়েছে। এবার ঈদের আগের দিন থেকে ওই ফাস্টফুডের দোকানের উল্টো পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় উড়াল সেতুর নিচে নির্মিত স্থাপনায় তিনি আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। ব্যবসা প্রতিষ্ঠানটির জন্য লম্বা আকারের ঘর তৈরি করা হয়েছে। চিকন লোহার তৈরি জাল দিয়ে চারপাশে বেড়া দেয়া হয়েছে। সেখানে দোকান থেকে ইচ্ছেমত খাবার খাচ্ছেন ঈদের ছুটিতে ঘুরতে আসা লোকজন। প্রতিদিন দুপুরের পর থেকে ভীড় বাড়তে থাকে। সন্ধার পর প্রচুর লোক সমাগম হয় এবং রাত ১০ থেক ১১ টা পর্যন্ত চলে।

    তোফাজ্জল হোসেন নামে এক রিকশা চালক বলেন, লোকজনের ভীড়ের কারণে ওই এলাকায় সার্ভিস লেন দিয়ে রিকশা চালানো কষ্টকর হয়ে পড়েছে। লোকজনের ভীড় ঠেলে সেখান দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।

    সিএনজি মতিউর রহমান বলেন, তাঁদের মহাসড়কের উপর দিয়ে চলাচল নিষেধ থাকায় সার্ভিস লেন দিয়ে চলাচল করতে হয়। কিন্তু ধেরুয়া এলাকায় রাস্তার দুই পাশে দোকান থাকাতে তাঁদের যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।

    ফাস্টফুডের মালিক জালাল উদ্দিন বলেন, উড়াল সেতুর নিচে তাদের জায়গা ছিল। সরকার সেই জায়গায় রাস্তা করেছে। উড়াল সেতুর নিচে খালি জায়গা থাকায় সেখানে তিনি দোকান করেছেন।

    এব্যাপারে মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী শামীম কবির জানান, ওই স্থানে যিনি ব্যবসা চালাচ্ছেন তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…